১২ বছর পর ক্লেকোর্টে হারলেন নাদাল

১২টি বছর। টানা ৫২টি ম্যাচ জয়। অবশেষে সেই রেকর্ড ভাঙল।

Updated By: Feb 22, 2015, 08:43 PM IST
১২ বছর পর ক্লেকোর্টে হারলেন  নাদাল

ওয়েব ডেস্ক: ১২টি বছর। টানা ৫২টি ম্যাচ জয়। অবশেষে সেই রেকর্ড ভাঙল।

রিও ওপেন থেকে ছিটকে গেলেন রাফায়েল নাদাল। সেমিফাইনালে হারলেন ফ্যাবিও ফগনিনির কাছে। এর আগে ক্লেকোর্টে টানা ৫২ টি ম্যাচ জিতেছিলেন দ্বিতীয় বাছাই রাফা। কিন্তু রবিবার জয়ের ধারা ধরে রাখতে পারলেন না তিনি। প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে ম্যাচ হারতে হয়েছে বলে জানিয়েছেন নাদাল।

অন্যদিকে গত চারবারের সাক্ষাতে এই প্রথম নাদালের বিরুদ্ধে জিতলেন ফগনিনি। নাদালকে ১-৬, ৬-২, ৭-৫ ফলে হারিয়ে ফাইনালে উঠলেন তিনি। ফাইনালে ডেভিড ফেরারের বিরুদ্ধে খেলবেন ফগনিনি। অপর সেমিফাইনালে অস্ট্রিয়ার আন্দ্রেস হায়দারকে হারিয়ে ফাইনালে উঠেছেন ফেরার।

.