রজার্স কাপে রাফা রাজ

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠল ভারতীয় এ দল। আয়োজক দক্ষিণ আফ্রিকা এ দলকে ৩৯ রানে হারিয়ে দেয় ভারত। প্রথমে ব্যাট করে ভারত শিখর ধাওয়ানের দ্বিশতরান ও অধিনায়ক পূজারার শতরানের সৌজন্যে ৫০ ওভারে তিন উইকেটে ৪৩৩ রান করে। ধাওয়ান ২৪৮ করেন। পূজারা ১০৯ রানে অপরাজিত থাকেন।

Updated By: Aug 12, 2013, 10:54 PM IST

চ্যাম্পিয়ন হওয়ার ৫০% কাজটা সেমিফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে করে ফেলেছিলেন। আর ফাইনালে ক্যানাডার মিলোস রাওনিককে হারিয়ে বাকি কাজটা সেরে ফেললেন। রজার্স কাপ চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল।
উইম্বলডনে অপ্রত্যাশিত ভাবে হেরে যাওয়ার পর এটাই ছিল নাদালের প্রথম টুর্নামেন্ট। প্রায় সাত সপ্তাহ পর কোর্টে ফিরে চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত রাফা। এই নিয়ে তৃতীয বার রজার্স কাপ চ্যাম্পিয়ন হলেন তিনি। মরসুমে এটা নাদালের অষ্টম এটিপি খেতাব। হার্ড কোর্টে রাফার এই জয় বুঝিয়ে দিল ইউএস অপেনের জন্য তিনি এক্কেবারে প্রস্তুত।

.