টেস্টে অভিষেকেও মুস্তাফিজুরের আগুনে স্পেল, দগ্ধে গেলেন আমলরা
দক্ষিণ আফ্রিকা-২৪৮। বাংলাদেশ-৭/০
ওয়েব ডেস্ক: ক দিন আগে ওয়ানডে অভিষেকে ভারতে জ্বালিয়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আর আজ টেস্ট অভিষেকে সেই মুস্তাফিজুর পুরো শুয়েই দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। মাত্র চার বলে তিনটি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন মুস্তাফিজুর। মুস্তাফিজুরের আগুনে বোলিংয়ের সৌজন্যে শুরুটা ভাল করেও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকা অলআউট ২৪৮ রানে। ওয়ানডে অভিষেক ভারতের বিরুদ্ধে মুস্তাফিজুর নিয়েছিলেন পাঁচ উইকেট। আর আজ সাতখিরার ১৯ বছরের এই পেসার অভিষেক টেস্টের প্রথম ইনিংসে নিলেন ৩৭ রান দিয়ে ৪ উইকেট। ক্রমেই বিশ্বক্রিকেটের ওয়ান্ডার বয় হয়ে উঠছেন মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে আগুন ঝড়িয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার। এবার টেস্টেও মুস্তাফিজুরের বোলিংয়ের কাছে কার্যত নাজেহাল প্রোটিয়াসরা। মঙ্গলবারই বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচে অভিষেক হয় মুস্তাফিজুরের। অভিষেক ম্যাচেই নজর কাড়লেন তিনি। টসে জিতে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ১৭৩ রান করে ভাল জায়গায় ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু মুস্তাফিজুর বল করতে এলেই চিত্রটাই বদলে যায়। পরপর হাশিম আমলা, জেপি ডুমিনি, কুইন্টন ডি কককে আউট করে প্রোটিয়াসদের চাপে ফেলে দেন মুস্তাফিজুর।