দুরন্ত বোলিং আর ফিল্ডিংয়ে ভর করে খেতাব জিতে নেয় মুম্বই

বাকি দলগুলোর উদেশ্যে হুঙ্কার ছুঁড়ে দিয়ে ভাজ্জি জানাচ্ছেন,তারকা ক্রিকেটারদের ছাড়াই,তারা যদি চ্যাম্পিয়ন্স লিগে সেরা হতে পারেন, তাহলে সচিনরা থাকলে কি হত তা সবাই বুঝতেই পারছেন।

Updated By: Oct 10, 2011, 03:09 PM IST

চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে কেউই সেভাবে ফেভারিটের তালিকায় রাখেননি মুম্বই ইন্ডিয়ান্সকে।
চোটের জন্য ছিলেন না অধিনায়ক সচিন তেন্ডুলকর,রোহিত শর্মা,মুনাফ প্যাটেলরা।
সেরা ক্রিকেটারদের ছাড়া খেতাব জয়কে দুরন্ত কৃতিত্ব হিসাবে দেখছেন মুম্বইয়ের অধিনায়ক হরভজন সিং।
বাকি দলগুলোর উদেশ্যে হুঙ্কার ছুঁড়ে দিয়ে ভাজ্জি জানাচ্ছেন,তারকা ক্রিকেটারদের ছাড়াই,তারা যদি চ্যাম্পিয়ন্স লিগে সেরা হতে পারেন, তাহলে সচিনরা থাকলে কি হত তা সবাই বুঝতেই পারছেন।
ফাইনালে প্রথমে ব্যাট করে মাত্র একশো উনচল্লিশ রান তুলেছিলেন পোলার্ডরা।
কিন্তু দুরন্ত বোলিং আর ফিল্ডিংয়ে ভর করে খেতাব জিতে নেয় মুম্বই।
ফাইনালের পর হরভজন বলেন,গেইল,দিলশান আর কোহলি আউট হওযার পরই তারা খেতাব দেখতে শুরু করে নেন।
চাপের কাছেই নতি স্বীকার করতে হয় বেঙ্গালুরুকে।গোটা টুর্নামেন্ট জুড়ে মালিঙ্গার অল রাউন্ড পারফরম্যান্সের প্রশংসা করেন ভাজ্জি।

.