MS Dhoni-Dwayne Bravo: ব্র্যাভোকে ট্রোল করেই প্রশংসা ধোনির! কথা শুনলে হাসি থামবে না

গত রবিবার আইপিএলের (IPL 2022) ৫৫ নম্বর ম্যাচে নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস (Delhi Capitals vs Chennai Super Kings)। রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে চেন্নাই ৯১ রানে হারিয়ে দেয় দিল্লিকে।

Updated By: May 10, 2022, 02:52 PM IST
 MS Dhoni-Dwayne Bravo: ব্র্যাভোকে ট্রোল করেই প্রশংসা ধোনির! কথা শুনলে হাসি থামবে না
ধোনি-ব্র্যাভো

নিজস্ব প্রতিবেদন: মাঠে কম কথার মানুষ এমএস ধোনি (MS Dhoni)। তবে তিনি উইকেটের পিছনে দাঁড়িয়ে সতীর্থদের যা বলেন তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। সে দেশের জার্সিতেই হোক বা আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সময়। ধোনির সরস 'ওয়ান-লাইনার' বরাবর হিট। এবার 'থালা' দলের তারকা অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোকে (Dwayne Bravo) ট্রোল করেই প্রশংসা করলেন। স্টাম্প-মাইকে ধোনির সেই কথোপকথন যখন ধারাভাষ্যকারদের কানে যায়, তখন হাসির রোল ওঠে।

গত রবিবার আইপিএলের (IPL 2022) ৫৫ নম্বর ম্যাচে নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস (Delhi Capitals vs Chennai Super Kings)। রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে চেন্নাই ৯১ রানে দিল্লিকে হারিয়ে লিগ তালিকায় আটে (১১ ম্যাচে ৮ পয়েন্ট) উঠে আসে। এদিন টস হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই ৬ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে। জবাবে দিল্লি মাত্র ১১৭ রানে গুটিয়ে যায়। 

দিল্লির ইনিংসের ১৭ নম্বর ওভারের ঘটনা। দিল্লি তখন ১০৯ রানে আট উইকেট হারিয়ে ধুঁকছিল। এই ওভারের চতুর্থ বলটি মহেশ থিকশানা (Maheesh Theekshana) শর্ট বল করেছিলেন অ্যানরিচ নোকিয়াকে (Anrich Nortje)। শর্ট কভারে নোকিয়া ড্রাইভ করেছিলেন। কিন্তু ব্র্যাভো দ্রুত জায়গায় চলে এসে বল রুখে দেন। একটি রানও নিতে দেননি তিনি। ব্র্যাভোর ফিল্ডিংয়ে খুশি হন ধোনি। তিনি উইন্ডিজ ক্রিকেটারকে বলেন, "ওয়েল ডান, ওল্ড ম্যান।" এই ভিডিও ভাইরাল হয়ে যায়। ফ্যানরাও হাসিতে মেতে ওঠেন।

আরও পড়ুন: Shahrukh Khan নকল করে দেখালেন Sanjay Dutt-কে! দেখুন ভাইরাল ভিডিও

আরও পড়ুনCSK: ধোনির সিএসকে কি এখনও প্রথম চারে যেতে পারে? রইল লিগ টেবিলের জটিল সমীকরণ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.