ধোনির অধিনায়ক বরুন অ্যারন

মহেন্দ্র সিং ধোনির অধিনায়কের নাম হল বরুন অ্যারন। সৌজন্যে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা। বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ড দলের অধিনায়কত্ব করবেন ২৬ বছরের পেসার বরুন অ্যারন। সেই দলে সাধারণ ক্রিকেটার হিসেবে খেলবেন রাঁচির নবাব ধোনি।

Updated By: Dec 7, 2015, 10:12 PM IST
ধোনির অধিনায়ক বরুন অ্যারন

ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির অধিনায়কের নাম হল বরুন অ্যারন। সৌজন্যে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা। বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ড দলের অধিনায়কত্ব করবেন ২৬ বছরের পেসার বরুন অ্যারন। সেই দলে সাধারণ ক্রিকেটার হিসেবে খেলবেন রাঁচির নবাব ধোনি।

২০০৭ সালের পর এই প্রথম কোনও একদিনের ম্যাচে ধোনি অধিনায়ক নন, খেলবেন সাধারণ ক্রিকেটার হিসেবে। ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা বা জেএসসিএ-র সচিব রাজেশ ভর্মা সাংবাদিক সম্মেলনে বিজয় হাজারে ট্রফিতে রাজ্যের ১৫ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেন। সবাইকে চমকে দিয়ে রাজেশ ঘোষণা করেন, দলের নেতা হচ্ছেন বরুন অ্যারন। ১০ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরে ঘরোয়া ক্রিকেটের এক নম্বর ওয়ানডে প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফির আসর বসবে বেঙ্গালুরুতে। কিন্তু সেই প্রতিযোগিতায় অধিনায়কত্ব করতে দেখা যাবে না দেশের ওয়ানডে অধিনায়ককে। কেন ধোনি অধিনবায়ক নন সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

.