ইডেনে দুদিন অনুশীলন করে শনিবার বিজয় হাজারে ট্রফিতে নামছেন ধোনি

ইডেন গার্ডেন্সে টানা দুদিন অনুশীলন করে শনিবার  বিজয় হাজারে ট্রফিতে নামছেন মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবারের মতো শুক্রবারও ক্রিকেটের নন্দনকাননে প্রায় তিন ঘন্টা ধরে অনুশীলন করলেন ক্যাপ্টেন কুল। পিচ দেখা থেকে নেটে ঝড় তোলা। অনুশীলনে মেজাজেই রয়েছেন ধোনি। ফের পালন করলেন মেন্টরের ভূমিকাও। ঝড়খন্ডের নেতা এখন অন্য কোথাও আর অধিনায়ক নন। এই বিজয় হাজারে ট্রফি যেন ধোনির কাছে  নিজেকে দেখে নেওয়ার একটা  মঞ্চ। দলে ইশান কিষান, ইশাঙ্ক জাগ্গি,বরুণ অ্যারণের মতো ক্রিকেটার। একঝাক তরুণ ক্রিকেটারকে নিয়ে বোর্ডের এই টুর্নামেন্টে দাগ কাটার চ্যালেঞ্জ ধোনির সামনে। শনিবার ইডেনের বাইশ গজে ধোনিদের সামনে আবার শক্তিশালী কর্নাটক। ম্যাচের আগেরদিন নিজেস্ব স্টাইলে ধোনি এড়িয়ে গেলেন ইডেনে উপস্থিত সংবাদমাধ্যমকে। ধোনির মতোই মুখে কুলুপ সৌরভ তিওয়ারিদেরও। ক্যাপ্টেন কুল হাসতে হাসতে ইডেন ছাড়লেন। কোথায় ব্যাটিং করবেন সেটাও খোলসা করলেন না। প্রতিপক্ষ শিবিরে সবচেয়ে বড় ভাবনা ভারতের প্রাক্তন অধিনায়কের উপস্থিতি। ধোনিকে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরত পাঠানোই লক্ষ্য মনীশ পান্ডেদের।

Updated By: Feb 25, 2017, 08:45 AM IST
ইডেনে দুদিন অনুশীলন করে শনিবার বিজয় হাজারে ট্রফিতে নামছেন ধোনি

ওয়েব ডেস্ক: ইডেন গার্ডেন্সে টানা দুদিন অনুশীলন করে শনিবার  বিজয় হাজারে ট্রফিতে নামছেন মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবারের মতো শুক্রবারও ক্রিকেটের নন্দনকাননে প্রায় তিন ঘন্টা ধরে অনুশীলন করলেন ক্যাপ্টেন কুল। পিচ দেখা থেকে নেটে ঝড় তোলা। অনুশীলনে মেজাজেই রয়েছেন ধোনি। ফের পালন করলেন মেন্টরের ভূমিকাও। ঝড়খন্ডের নেতা এখন অন্য কোথাও আর অধিনায়ক নন। এই বিজয় হাজারে ট্রফি যেন ধোনির কাছে  নিজেকে দেখে নেওয়ার একটা  মঞ্চ। দলে ইশান কিষান, ইশাঙ্ক জাগ্গি,বরুণ অ্যারণের মতো ক্রিকেটার। একঝাক তরুণ ক্রিকেটারকে নিয়ে বোর্ডের এই টুর্নামেন্টে দাগ কাটার চ্যালেঞ্জ ধোনির সামনে। শনিবার ইডেনের বাইশ গজে ধোনিদের সামনে আবার শক্তিশালী কর্নাটক। ম্যাচের আগেরদিন নিজেস্ব স্টাইলে ধোনি এড়িয়ে গেলেন ইডেনে উপস্থিত সংবাদমাধ্যমকে। ধোনির মতোই মুখে কুলুপ সৌরভ তিওয়ারিদেরও। ক্যাপ্টেন কুল হাসতে হাসতে ইডেন ছাড়লেন। কোথায় ব্যাটিং করবেন সেটাও খোলসা করলেন না। প্রতিপক্ষ শিবিরে সবচেয়ে বড় ভাবনা ভারতের প্রাক্তন অধিনায়কের উপস্থিতি। ধোনিকে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরত পাঠানোই লক্ষ্য মনীশ পান্ডেদের।

আরও পড়ুন মহেন্দ্র সিং ধোনি পুনের ক্যাপ্টেন নন বলে খুব খুশি বীরেন্দ্র সেহেবাগ

কর্নাটক দলে পান্ডে ছাড়াও রয়েছেন রবিন উথাপ্পা,স্টুয়ার্ট বিনিরা। শুক্রবার নেটে ব্যাটিং করার সময় হাঁটুতে চোট পান পান্ডে। দীর্ঘ সময় ধরে বরফ লাগাতে দেখা যায় কর্নাটক অধিনায়ককে। তবে ম্যাচ খেলতে তার কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন পান্ডে। 

আরও পড়ুন  ৩৭ বছর আগের রেকর্ড ভেঙে দিলেন রবিচন্দ্রন অশ্বিন

.