WATCH | MS Dhoni: ভিন্টেজ নীল রোলস রয়েসে রাঁচির রাজপুত্র! মুহূর্তে ভাইরাল হয়ে গেল ভিডিয়ো

MS Dhoni spotted driving vintage Rolls Royce car in Ranchi: রোলস রয়্যাস সিলভার রেথ টু মডেলের গাড়ি রয়েছে ধোনির সংগ্রহে। নীল-রুপোলি রঙের এই গাড়ি সাত-আটের দশক মাতিয়েছে। এবার সেই গাড়ি নিয়েই রাঁচির রাস্তায় ঘুরলেন মাহি। রাতারাতি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।

Updated By: Jul 25, 2023, 07:01 PM IST
WATCH | MS Dhoni: ভিন্টেজ নীল রোলস রয়েসে রাঁচির রাজপুত্র! মুহূর্তে ভাইরাল হয়ে গেল ভিডিয়ো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'যে কোনও বাইক পেলেই, আমি খুব ভালোবেসে চালাই।' বক্তা এমএস ধোনি ( MS Dhoni)। একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন কিংবদন্তি বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ধোনি বাইক বলতে পাগল, সে কথা প্রায় সকলেরই জানা। লোকের গ্যারাজে বাইক থাকে, ধোনির বাড়িতে রয়েছে বাইকের মিউজিয়াম। অগুণতি বাইক সেখানে। কোনওটা নিজে কিনেছেন। কোনওটা উপহার পাওয়া। কোনওটা আবার ম্যান অফ দ্য ম্যাচের প্রাপ্তি। রাঁচিতে নিজের ফার্মহাউসে বাইকগুলিকেই শুধু বিরাট গ্যারাজে রাখেননি ধোনি, সেখানে রয়েছে বেশ কিছু ভিন্টেজ গাড়িও। ধোনির ভিন্টেজ গাড়ির প্রতি আলাদাই টান। সেনার ব্যবহার করা নিশান ওয়ান টন জঙ্গা (Nissan 1 ton Jonga) থেকে শুরু করে চল্লিশ বছর আগের পন্টিয়াক ফায়ারবার্ড ট্রান্স এএম (Pontiac Firebird TransAm), ছয়ের দশকের ফোর্ড মুসট্যাং (1969 Ford Mustang), সাতের দশকের ল্যান্ড রোভারের জনপ্রিয় মডেল সিরিজ থ্রি স্টেশন ওয়াগন (Land Rover Series 3 Station Wagon) রয়েছে। এমনকী আছে সাত-আটের দশক দাপানো রোলস রয়্যাস সিলভার রেথ টু মডেলও (Rolls Royce Silver Wraith II)।

আরও পড়ুন: 'ও পাগল, এ তো বাইকের শোরুম'! মাহির সংগ্রহে থ প্রসাদ, পোস্ট করলেন ভিডিয়ো

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

এবার নীল ও রুপোলি রঙের, ভিন্টেজ রোলস রয়্যাস নিয়ে রাঁচির রাস্তায় দাপালেন ধোনি। পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক বছর দুয়েক আগে এই ভিন্টেজ রোলস রয়েস নিজের সংগ্রহে এনেছিলেন। সেই গাড়ির যখন গ্যারেজে কাজ হচ্ছিল, তখন ধোনির গ্যারেজের কর্মীদের সঙ্গে খাওয়ার ছবিও ভাইরাল হয়েছিল। এবার ওই গাড়িটি চালানোরই ভিডিয়ো ভাইরাল হয়ে গেল। ধোনি যে শুধু নতুন গাড়ি ভালবাসেন এমনটা একেবারেই নয়, পুরনো দিনের গাড়ি অর্থাৎ ভিন্টেজ গাড়ি সংগ্রহ করাও তাঁর নেশা। হামার এইচটু, জিপ গ্র্যান্ড চেরোকে ট্র্যাকহকের মালিকের কাছে আছে ক্যাডিল্যাকস, অস্টিন ও মার্সিডিজের মতো তাবড় ব্র্যান্ডের দুরন্ত সব গাড়ি রয়েছে। সম্প্রতি ধোনির বাড়িতে গিয়েছিলেন ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ ও প্রাক্তন নির্বাচক প্রধান সুনীল জোশী। ধোনির গ্যারেজ দেখে থ হয়ে গিয়েছিলেন প্রসাদ। নিজের ট্যুইটারে দু'মিনিটের একটি বেশি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেই ভিডিয়ো করে দিয়েছেন ধোনির স্ত্রী সাক্ষী। প্রসাদ ভিডিয়োর ক্যাপশনে লিখেছিলেন, 'আমি বাইক নিয়ে এরকম পাগলের মতো প্যাশন কারোর মধ্যে দেখিনি। কী অসাধারণ সংগ্রহ ওর। তেমনই ভালো এমএসডি। একজন অসাধারণ অ্যাচিভারই নয়, অনবদ্য় মানুষও সে। ওর রাঁচির বাড়িতে এসে বাইক ও গাড়ির ঝলক দেখলাম। মানুষটা এবং তার প্যাশনে মাথা ঘুরে গিয়েছে।' ধোনি গাড়ি ও বাইক বলতে যে একেবারেই পাগল, তা বারবার প্রমাণিত হয়ে যায়।

আরও পড়ুন: CR7: বিশ্বকাপে মেসির দেশের মেয়ে ,তবে দেহে রোনাল্ডোরই বাস! জানাজানি হতেই বিতর্কের ঝড়

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.