Durand Cup: ৬৫ তলা থেকে দুই সেনাকর্মীর ঝাঁপ, ভিডিয়ো ভাইরাল হতেই ডুরান্ডের ঢাকে কাঠি পড়ে গেল

চলতি বছর ৩ অগস্ট ডুরান্ড কাপের উদ্বোধন হবে অসমের গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড ও শিলং লাজং। প্রতিযোগিতার ন’টি ম্যাচ হবে গুয়াহাটিতে। এরমধ্যে একটি কোয়ার্টার ফাইনাল। ছ’টি গ্রুপে চারটি করে মোট ২৪টি দল খেলবে। মোট ৪৩টি ম্যাচ হবে।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 25, 2023, 06:39 PM IST
Durand Cup: ৬৫ তলা থেকে দুই সেনাকর্মীর ঝাঁপ, ভিডিয়ো ভাইরাল হতেই ডুরান্ডের ঢাকে কাঠি পড়ে গেল
ডুরান্ড কাপের ঢাকে কাঠি পড়ে গেল। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনব উপায়ে উন্মোচন করা হল আসন্ন ডুরান্ড কাপের (Durand Cup) ট্রফি। কলকাতার (kolkata) সবচেয়ে উঁচু বাড়ি থেকে টুর্নামেন্টের ট্রফি নিয়ে ঝাঁপ দিলেন ভারতীয় সেনার (Indian Army) দুই সেনাকর্মী। ৬৫ তলার উপর থেকে প্যারাশুটে চেপে ময়দানে নেমে আসেন গ্রুপ ক্যাপ্টেন। তাঁদের সঙ্গে ছিল ডুরান্ড কাপের ট্রফি। আগামী ৩ অগস্ট শুরু হবে ১৩২তম ডুরান্ড কাপ। শতাব্দীপ্রাচীন টুর্নামেন্ট আয়োজিত হবে কলকাতাতেই। 

অভিনব উপায়ে ট্রফি উন্মোচনের পরিকল্পনা ছিল আয়োজকদের। সেই মতোই কলকাতার উচ্চতম বহুতলের ছাদ থেকে প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে ডুরান্ড কাপের ট্রফি প্রকাশ্যে আনার পরিকল্পনা করা হয়। ময়দানে অবস্থিত ‘দ্য ৪২’ (The 42) বহুতলের ৬৫ তলার ছাদে উঠে পড়েন ভারতীয় সেনার গ্রুপ ক্যাপ্টেন পর্যায়ের দুই সৈনিক। প্যারাশুটে চেপে ডুরান্ড কাপের ট্রফি নিয়ে বেশ কিছুক্ষণ কলকাতার আকাশে উড়ে বেড়ান তিনি। অবশেষে কলকাতা ময়দানে নেমে আসেন। সাহসী গ্রুপ ক্যাপ্টেনকে ঘিরে ফুটবল প্রেমীদের উন্মাদনাও চোখে পড়ে। 

মঙ্গলবার বিকালে ময়দান সংলগ্ন বহুতলের ৬৫ তলা থেকে প্রথমে ঝাঁপ দেন সেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবের। সরাসরি ময়দানে গিয়ে নামেন তিনি। তার কিছুক্ষণ পরে একই জায়গা থেকে ঝাঁপ দেন সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সত্যেন্দ্র বর্মা। মাটিতে নামার পরে দুই সেনাকর্তা একে অপরকে জড়িয়ে ধরেন। সেখানে এসে উপস্থিত হন সেনার অন্য আধিকারিকেরা। তাঁরাও দু’জনকে শুভেচ্ছা জানান।

চলতি বছর ৩ অগস্ট ডুরান্ড কাপের উদ্বোধন হবে অসমের গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড ও শিলং লাজং। প্রতিযোগিতার ন’টি ম্যাচ হবে গুয়াহাটিতে। এরমধ্যে একটি কোয়ার্টার ফাইনাল। ছ’টি গ্রুপে চারটি করে মোট ২৪টি দল খেলবে। মোট ৪৩টি ম্যাচ হবে। গ্রুপ এ-তে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। এ, বি ও সি গ্রুপের বেশির ভাগ ম্যাচ হবে কলকাতায়। ৩ সেপ্টেম্বর ফাইনালও হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ১২ অগস্ট মরসুমের প্রথম বড় ম্যাচ। যুবভারতীতে মুখোমুখি ভারতীয় ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এবারের ডুরান্ড কাপে আইএসএল-এর ১২টি দল খেলছে। এ ছাড়া আইলিগের পাঁচটি দল খেলবে। ভারতীয় সেনার রয়েছে তিনটি দল। বাংলাদেশ, ভুটান ও নেপালের একটি করে দল এবং অসমের স্থানীয় একটি দল খেলবে প্রতিযোগিতায়।

আরও পড়ুন: Mohun Bagan Super Giant: জেসন কামিন্স-অনিরুদ্ধের হাত ধরে সামনে এল সবুজ-মেরুনের নতুন জার্সি

আরও পড়ুন: Kylian Mbappe: অবিশ্বাস্য! ভারতীয় মুদ্রায় এমবাপে-কে ২৭১৬ কোটি ৩৬ লক্ষ ৭৫ হাজার টাকা প্রস্তাব দিল আল হিলাল

ডুরান্ডের গ্রুপবিন্যাস—

গ্রুপ এ: মোহনবাগান সুপার জায়ান্টস, ইস্টবেঙ্গল, রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি, বাংলাদেশ আর্মি ফুটবল দল

গ্রুপ বি: মহমেডান স্পোর্টিং ক্লাব, মুম্বই সিটি এফসি, জামশেদপুর এফসি, ইন্ডিয়ান নেভি

গ্রুপ সি: বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, গোকুলম কেরালা, ইন্ডিয়ান এয়ারফোর্স

গ্রুপ ডি: ভুটান সার্ভিস, শিলং লাজং এফসি, এফসি গোয়া, নর্থইস্ট ইউনাইটেড এফসি

গ্রুপ ই: হায়দরাবাদ এফসি, চেন্নাইয়িন এফসি, দিল্লি এফসি, ত্রিভুবন এফসি (নেপাল)

গ্রুপ এফ: বোড়োল্যান্ড এফসি, ওড়িশা এফসি, রাজস্থান ইউনাইটেড এফসি, ইন্ডিয়ান আর্মি

 

ডুরান্ড কাপ ২০২৩-এ দুই প্রধানের গ্রুপ পর্ব ও নক আউট পর্বের সূচী

৩ অগস্ট- মোহনবাগান এসজি বনাম বাংলাদেশ আর্মি (সন্ধ্যা ৫.৪৫)

৬ অগস্ট- ইস্টবেঙ্গল এফসি বনাম বাংলাদেশ আর্মি (বিকেল ৪.৪৫)

৭ অগস্ট- মোহনবাগান এসজি বনাম পঞ্জাব এফসি (সন্ধ্যা ৬.০০)

১২ অগস্ট- মোহনবাগান এসজি বনাম ইস্টবেঙ্গল এফসি (বিকেল ৪.৪৫) 

১৬ অগস্ট- ইস্টবেঙ্গল এফসি বনাম পঞ্জাব এফসি ( সন্ধ্যা ৬.০০)

কোয়ার্টার ফাইনাল

২৪-২৭ অগস্ট (প্রতিদিন সন্ধ্যা ৬.০০)

সেমিফাইনাল

২৯ অগস্ট- কোফা ১ জয়ী বনাম কোফা ২ জয়ী (বিকেল ৪.০০)

৩১ অগস্ট- কোফা ৩ জয়ী বনাম কোফা ৪ জয়ী (বিকেল ৪.০০) 

৩ সেপ্টেম্বর- ফাইনাল (৪.০০)

সরাসরি সম্প্রচার

সোনি স্পোর্টস টেন ২ ও সোনি লিভ অ্যাপ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.