WATCH | MS Dhoni: বোতল ছুড়ে মেরেই দিচ্ছিলেন! কার উপর রেগে কাঁই ধোনি? এবার ভিডিয়ো এল সামনে
MS Dhoni Snaps At Photographer CSK vs LSG IPL 2024 Match: ধোনি ফের ভাইরাল। এবার ড্রেসিংরুমে, কী করলেন মাহি!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর নাম এমএস ধোনি (MS Dhoni), সে তিনি মাঠে থাকুন বা না থাকুন, ভাইরাল তিনি হবেন। এমনই কিংবদন্তির ক্য়ারিশমা। গত মঙ্গলবার, চেন্নাই সুপার কিংস, তাদের ঘরের মাঠে চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chepauk, Chennai) মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়েন্টসের (CSK vs LSG, IPL 2024)। সেই ম্য়াচেও ধোনির ভিডিয়ো ভাইরাল হল!
আরও পড়ুন: মাহি মন্ত্রেই মার্কাসের মোক্ষলাভ! ধোনি-গড়ে জয়ধ্বজা উড়িয়ে জানালেন লখনউয়ের 'নবাব'
এখন প্রশ্ন ধোনি কী করলেন? সিএসকে টস হেরে প্রথমে ব্য়াট করে। ক্য়াপ্টেন রুতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত সেঞ্চুরিতে (৬০ বলে ১০৮) ভর করে তারা তুলেছিল চার উইকেটে ২১০ রান। সিএসকে ইনিংসের ১৭ নম্বর ওভারের খেলা চলছিল তখন। সম্প্রচারকারী চ্য়ানেলের চিত্রগ্রাহক সিএসকে ড্রেসিংরুমে ফোকাস করেছিলেন ক্য়ামেরা। সেখানে দেখা যায় ধোনিকে। তিনি তাঁর চুল ঠিক করছিলেন দাঁড়িয়ে, তখনই ক্য়ামেরা দেখে ধোনি হাতে জলের বোতল নিয়ে তেড়ে যান। সিএসকে মহারথীর এই অঙ্গভঙ্গি রাতারাতি ভাইরাল হয়ে যায়।ম্য়াচে রুতুর সেঞ্চুরিকে ম্লান করে, মার্কাস স্টোইনিসের ব্য়াট (৬৩ বলে ১২৪) লখনউয়ের কপালে জয়ের টিকা পরিয়ে দিয়েছে! তিন বল হাতে রেখে ছয় উইকেটে ম্য়াচ জিতেছে লখনউ। ছয়ে ব্য়াট করতে নেমে ধোনি এক বলে চার রান করেছিলেন। অপরাজিত ছিলেন ৪০০-র স্ট্রাইক রেটে ব্য়াট করে।
কে বলবে ধোনির বয়স ৪২! কে বলবে পাঁচ বছর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকিয়ে ফেলেছেন। অবসরে শুধু খেলেনে টেনিস-গল্ফ। আর পেশাদার ক্রিকেট বলতে আইপিএল। এহেন কিংবদন্তিই চলতি আইপিএলে প্রতিনিয়ত ধরে ধরে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছেন। নেটে বোলারদের নামিয়ে আনছেন ক্লাবস্তরে। কখনও ধোনি বাজ পাখির মতো ছোঁ মেরে ক্য়াচ নিয়ে লাইমলাইট কেড়ে নিচ্ছেন! তো কখনও পরপর তিন বলে তিন ছক্কা ওড়াচ্ছেন...! রোজ পাগল করা ইনিংস খেলছেন মাহি। টাইমমেশিনে চাপিয়ে ফ্য়ানদের অন্য় জগতে পাঠিয়ে দিচ্ছেন।
আরও পড়ুন: RCB IPL 2024 Playoffs Qualification Scenario: মুছে যায়নি লাল! কীভাবে ফিরবে হাল?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)