সৌরভকে টপকে টেস্টে সফলতম নেতা ধোনি
হায়দরাবাদের টেস্ট জয়টা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দেশের সফলতম বানিয়ে দিল। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসাবে সফলতার বিচারে সৌরভ গাঙ্গুলিকে টপকে ধোনিই এখন সবার উপরে।
হায়দরাবাদের টেস্ট জয়ের পর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে এখন দেশের সফলতম টেস্ট অধিনায়ক। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসাবে সফলতার বিচারে সৌরভ গাঙ্গুলিকে টপকে ধোনিই এখন সবার উপরে।
চারমিনারের শহরে আজকের জয়ের পর অধিনায়ক হিসাবে ৪৫ টা টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে ধোনি জিতলেন ২২টিতে। ধোনি টপকে গেলেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে (৪৯ টি টেস্টে ২১ টিতে জয়)।
চেন্নাই টেস্টে অসিদের হারিয়ে অধিনায়ক হিসাবে সৌরভ গাঙ্গুলির একুশ ম্যাচ জেতার রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। ধোনি ভারতকে ৪৪টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ২২টিতে। হায়দরাবাদ টেস্ট জয়ের পর ধোনি বলেন তিনি একটা ভাল দল হাতে পেয়ে গর্বিত। তাঁর মতে টেস্টে অধিনায়ক হিসাবে যে নজির তিনি গড়েছেন তার পিছনে অবদান আছে দলের সব ক্রিকেটারেরই।
টেস্ট ক্রিকেটে ভারতের সফল পাঁচ অধিনায়ক--
ধোনি-- ২২টি জয় (৪৫টি টেস্টে)
সৌরভ-- ২১ টি জয় (৪৯টি টেস্টে)
মহম্মদ আজহার-- ১৪টি জয় (৪৭টি টেস্ট)
মনসুর পতৌদি-- ৯টি জয় (৪০টি টেস্ট)
সুনীল গাভাসকর-- ৯টি জয় (৪৭টি টেস্টে)