দুবাইয়ে উড়ে যাওয়ার আগে চেন্নাইয়ে শিবির ধোনিদের!

টিম হোটেল থেকে চিপকে প্র্যাকটিস করতে যাওয়া ছাড়া, অন্য কোথাও যাবার অনুমতি পাবেন না ক্রিকেটাররা।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 10, 2020, 12:35 PM IST
দুবাইয়ে উড়ে যাওয়ার আগে চেন্নাইয়ে শিবির ধোনিদের!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল খেলতে যাবার আগে চেন্নাইয়ে ছ'দিনের শিবিরের আয়োজন করতে চলেছে সিএসকে। সূত্রের খবর, ক্যাপ্টেন কুলের পরামর্শেই নাকি ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এই ছয়দিনের শিবিরের আয়োজন করতে চলেছে চেন্নাই সুপার কিংস।

১৫ অগাস্ট চেন্নাই শিবিরে যোগ দেবেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, হরভজন সিং, পীযূষ চাওলা সহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। জানা গিয়েছে ছয়দিনের শিবির শেষে ২১ অগাস্ট দুবাই-এর উদ্দেশে রওনা দেবেন তাঁরা। সিএসকে ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে, শিবিরে যোগ দেওয়ার আগে ক্রিকেটারদের কোভিড পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই শিবিরে যোগ দিতে পারবেন ক্রিকেটাররা। দেশের বিভিন্ন শহর থেকে চাটার্ড ফ্লাইটের মাধ্যমে ধোনি, রায়নাদের চেন্নাই উড়িয়ে নিয়ে আসা হবে।

টিম হোটেল থেকে চিপকে প্র্যাকটিস করতে যাওয়া ছাড়া, অন্য কোথাও যাবার অনুমতি পাবেন না ক্রিকেটাররা। এমনকি চেন্নাইয়ের শিবির চলাকালীন দুবার করোনা পরীক্ষা করা হবে সংশ্লিষ্ট ক্রিকেটারদের। আপাতত দলের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজির অধীনেই অনুশীলন চলবে ধোনিদের।

আরও পড়ুন -   সপ্তাহে ৬০ লাখ টাকা মাইনের ফুটবলারকে গাড়ি চোর সন্দেহে জিজ্ঞাসাবাদ পুলিসের!

 

.