দশকের সেরা ODI ও T-20 দলের অধিনায়ক Dhoni, ভারত থেকে আর কারা থাকছেন?
রবিবার দুটি দলের ক্রিকেটারদের নাম ঘোষণা করল ICC।
নিজস্ব প্রতিবেদন: একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টিতে দশকের সেরা দলে ধোনি। দুটি ফর্ম্যাটেই অধিনায়কও তিনি। গত দশ বছরের পারফরম্যান্স, ধারাবাহিকতার নিরিখে সেরা রবিবার দুটি দলের সদস্যদের নাম ঘোষণা করল ICC।
আরও পড়ুন: India vs Australia: করোনার কামড়, সিডনি নয় মেলবোর্নেই হতে পারে তৃতীয় টেস্ট
ভারতের আর কোনও প্লেয়ার রয়েছে এই দলে? বর্তমানে ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। ক্রিকেট মহলে যিনি 'হিটম্যান' নামে পরিচিত। সেই রোহিত শর্মা জায়গায় পেয়েছেন একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টিতে দশকের সেরা দলে। বাদ যাননি ভারত অধিনায়ক বিরাট কোহলিও। টো-টোয়েন্টি দলের আর এক ওপেনার হলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। মিডল অর্ডারের কোহলির সঙ্গে রয়েছেন অ্যারন ফিঞ্চ, এবি ডিভিলিয়ার্স, গ্নেন ম্যাক্সওয়েল, কিওরন পোলার্ড ও ধোনি। উল্লেখ্য, এই মুহুর্তে ওয়েস্ট ইন্ডিজের একদিনের দলের অধিনায়ক পোলার্ড।
আরও পড়ুন: ''আমার নাম স্টেডিয়াম থেকে মুছে ফেলুন, না হলে...''! DDCA’কে কড়া হুঁশিয়ারি বেদির
আর বোলিং? দলের পেস বোলিং-এ নেতৃত্বে দেবেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও ভারতের যশপ্রীত বুমরা। একমাত্র স্পিনার আফগানিস্থানের রসিদ খান। তৃতীয় বোলারের ভূমিকায় গ্নেন ম্যাক্সওয়েল।
ICC MEN'S T20I TEAM OF THE DECADE
How many could this side score in 20 overs?#ICCAwards pic.twitter.com/qaKFPGkkqA
— ICC (@ICC) December 27, 2020
The ICC Men's ODI Team of the Decade:
#ICCAwards pic.twitter.com/MueFAfS7sK
— ICC (@ICC) December 27, 2020