আপনাকে বলতে হবে, টেস্ট ক্রিকেটে সবথেকে বেশিবার ছক্কা হাঁকিয়েছেন কে?
ওয়েব ডেস্ক: ক্রিকেট ইতিহাসে টেস্ট ম্যাচে সবথেকে দ্রুততম সেঞ্চুরি কে করেছেন?
উত্তর: ব্র্যান্ডন ম্যাককালাম।
ডেবিউ ম্যাচ থেকে টেস্ট ক্রিকেটে একটানা ১০০টি ম্যাচ যিনি খেলেছেন তাঁর নাম কি?
উত্তর: ব্র্যান্ডন ম্যাককালাম।
অধিনায়ক হিসেবে নিজের শেষ টেস্টে সর্বাধিক রান কোন খেলোয়াড় করেছেন?
উত্তর: ব্র্যান্ডন ম্যাককালাম।
অধিনায়ক হিসেবে ফেয়ারওয়েল টেস্টে শতরান করছেন এমন এক ক্রিকেট খেলোয়াড়ের নাম কি?
উত্তর: নিউজল্যান্ড অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম।
এসবটাই গুগুলে এতদিনে এতবার সার্চ হয়েছে যা এখন সবারই জানা।
চলুন একটু 'KBC' খেলি-
বলুন তো টেস্টে ক্রিকেটে সব থেকে বেশি বার 'বাপি বাড়ি যা' করেছেন কোন ক্রিকেটার?
a. ব্র্যান্ডন ম্যাককালাম b. ব্র্যান্ডন ম্যাককালাম c. ব্র্যান্ডন ম্যাককালাম d. ব্র্যান্ডন ম্যাককালাম
অবাক লাগছে? এই তথ্যটাই মজার। নিজের ১০১তম টেস্ট ম্যাচে ১০১টি ছয় হাঁকিয়েছেন কিউই ক্যাপ্টেন ব্র্যান্ডন ম্যাককালাম। আর এটাই সর্বোচ্চ। ম্যাককালাম যাদের টপকে শীর্ষে-
২.১০০টি ছয় মেরে নম্বর দুইয়ে অসি উইকেট রক্ষক অ্যাডাম গিলক্রিস্ট।
৩.ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী বাহাতি ব্যাটসম্যান ছয় হাঁকিয়েছেন ৯৮টি।
৪.জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অলরাউন্ডার ১৬৬ টেস্ট খলে ছয় হাঁকিয়েছন ৯৭টি।
৫.বীরু। ক্রিকেটে ভারতের হয়ে টেস্টে সবথেকে বেশি ছয় মারার রেকর্ডে পঞ্চম নম্বরে বীরেন্দ্র সেওয়াগ। ১০৪টি টেস্ট খেলে বীরু মেরেছেন ৯১টি ছয়।