আইপিলের ইতিহাসের সবথেকে বেশি ছক্কার মালিক কারা!
আরও একটা আইপিএল শুরু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। আর আইপিএলব মানেই তো রানের ফুলঝুরি। চার-ছক্কার বন্যা। নতুন আরও একটা সিজন শুরু হওয়ার আগে একবার এক ঝলকে দেখে নিন যে, আইপিএলে সবথেকে বেশি ছক্কা মেরেছেন কোন ১০জন মারকুটে ব্যাটসম্যান।
ওয়েব ডেস্ক: আরও একটা আইপিএল শুরু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। আর আইপিএলব মানেই তো রানের ফুলঝুরি। চার-ছক্কার বন্যা। নতুন আরও একটা সিজন শুরু হওয়ার আগে একবার এক ঝলকে দেখে নিন যে, আইপিএলে সবথেকে বেশি ছক্কা মেরেছেন কোন ১০জন মারকুটে ব্যাটসম্যান।
১) ক্রিস গেইল - ৮২ ম্যাচে মেরেছেন ২৩০ টি ছক্কা।
২) সুরেশ রায়না - ১৩২ ম্যাচে মেরেছেন ১৫০ টি ছক্কা।
৩) রোহিত শর্মা - ১২৮ ম্যাচে মেরেছেন ১৪৭ টি ছক্কা।
৪) ইউসুফ পাঠান - ১১৯ ম্যাচে মেরেছেন ১২৭ টি ছক্কা।
৫) মহেন্দ্র সিং ধোনি - ১২৯ ম্যাচে মেরেছেন ১২৬ টি ছক্কা।
৬) যুবরাজ সিং - ৯৮ ম্যাচে মেরেছেন ১২০ টি ছক্কা।
৭) বিরাট কোহলি - ১২৩ ম্যাচে মেরেছেন ১১০ টি ছক্কা।
৮) শেন ওয়াটসন - ৭৮ ম্যাচে মেরেছেন ১০৯ টি ছক্কা।
৯) কায়রন পোলার্ড - ৯৩ ম্যাচে মেরেছেন ১২০ টি ছক্কা।
১০) বীরেন্দ্রে সেহবাগ - ১০৪ ম্যাচে মেরেছেন ১০৬ টি ছক্কা।