এক ঝলকে দেখে নিন আইপিএল ইতিহাসের সবথেকে বেশি উইকেট পাওয়া ১০জন কারা
মাঝে আর একটা দিন বলার থেকে বলা ভালো, আর কয়েক ঘণ্টা পরেই শুরু আইপিএল। আরও একটা নতুন মরশুম। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এই নামগুলো ভুলে গিয়ে আগামী প্রায় ২ মাস শুধুই চর্চা হবে কলকাতা নাইট রাইডার্স বা দিল্লি ডেয়ারডেভিলস অথবা কিংস ইলেভেন পাঞ্জাব কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়ে। নতুন উদ্যমে নতুন আইপিএল সিজনে গা ভাসিয়ে দেওয়ার আগে দেখে নিন, এই প্রতিযোগিতার রাজা-বাদশাদের। এক ঝলকে দেখে নিন আইপিএলের ইতিহাসের সবথেকে বেশি উইকেট পাওয়া বোলার কারা।
ওয়েব ডেস্ক: মাঝে আর একটা দিন বলার থেকে বলা ভালো, আর কয়েক ঘণ্টা পরেই শুরু আইপিএল। আরও একটা নতুন মরশুম। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এই নামগুলো ভুলে গিয়ে আগামী প্রায় ২ মাস শুধুই চর্চা হবে কলকাতা নাইট রাইডার্স বা দিল্লি ডেয়ারডেভিলস অথবা কিংস ইলেভেন পাঞ্জাব কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়ে। নতুন উদ্যমে নতুন আইপিএল সিজনে গা ভাসিয়ে দেওয়ার আগে দেখে নিন, এই প্রতিযোগিতার রাজা-বাদশাদের। এক ঝলকে দেখে নিন আইপিএলের ইতিহাসের সবথেকে বেশি উইকেট পাওয়া বোলার কারা।
১) লসিথ মালিঙ্গা - ৯৮ ম্যাচে ১৪৩ উইকেট।
২) অমিত মিশ্র - ৯৮ ম্যাচে ১১১ উইকেট।
৩) হরভজন সিং - ১১১ ম্যাচে ১১০ উইকেট।
৪) পীযুষ চাওলা - ১১১ ম্যাচে ১০৯ উইকেট।
৫) ডোয়েন ব্রাভো - ৯৫ ম্যাচে ১০৫ উইকেট।
৬) বিনয় কুমার - ৯৯ ম্যাচে ৯৮ উইকেট।
৭) ডেল স্টেন - ৮৯ ম্যাচে ৯২ উইকেট।
৮) অশ্বিন - ৯৭ ম্যাচে ৯০ উইকেট।
৯) আশিস নেহরা - ৭৪ ম্যাচে ৮৯ উইকেট।
১০) প্রজ্ঞান ওঝা - ৯২ ম্যাচে ৮৯ উইকেট।