৪৩ মিনিট নীরবতা পালন!

৪৩ মিনিট এতটুকুও শব্দ করেননি গ্যালারির সমর্থকরা।

Updated By: Aug 28, 2018, 07:18 AM IST
৪৩ মিনিট নীরবতা পালন!
সৌজন্যে - টুইটার

নিজস্ব প্রতিবেদন : ৪৩ মিনিট নীরবতা পালন! অবাক হচ্ছেন? ম্যাচ শুরু হওয়ার পর ৪৩ মিনিট পর্যন্ত নিরব গ্যালারি। প্রথমে শুনে অস্বাভাবিক মনে হলেও এমন ঘটনার স্বাক্ষী থাকল জেনোয়া। মোরান্দিতে ব্রিজ দুর্ঘটনায় প্রয়াত ৪৩ জনের জন্য ৪৩ মিনিট নীরবতা পালন করলেন সমর্থকরা।

আরও পড়ুন - কেরলের পাশে মোহনবাগান

রবিবার সিরি এ লিগে জেনোয়া বনাম এম্পোলি ম্যাচে কিক অফ থেকে ৪৩ মিনিট পর্যন্ত নীরবতা পালন করলেন দুই দলের সমর্থকরা। ৪৩ মিনিট এতটুকুও শব্দ করেননি গ্যালারির সমর্থকরা। মাঠে রেফারির বাঁশির আওয়াজ, বলে শটের আওয়াজ আর ফুটবলারদের নিজেদের কথার শব্দ ছাড়া আর কোনও শব্দই শোনা গেল না। ৪৩ মিনিট শেষ হতেই সবাই 'জেনোয়া, জেনোয়া' স্লোগান দেন।

গত ১৪ অগাস্ট ইতালির জেনোয়া শহরে ভেঙে পড়ে মোরান্দি ব্রিজ। দুর্ঘটনায় মারা যান ৪৩ জন। মৃতদের শ্রদ্ধা জানাতেই রবিবার এই অভিনব পদক্ষেপ করেন জেনোয়ার সমর্থকরা। যদিও শেষ পর্যন্ত এম্পোলিকে ২-১ গোলে হারিয়ে ম্যাচ জিতে নেয় জেনোয়া। যদিও ১৯ অগাস্ট স্যাম্পদোরিয়ার বিরুদ্ধে লিগের প্রথম ম্যাচটি স্থগিত হয়ে যায়।

.