বাজিমাত মোহনবাগানের

যুবভারতীতে ওডাফা ম্যাজিক। আর তাতেই আই লিগের প্রথম ম্যাচে বাজিমাত মোহনবাগানের। চৌষট্টি মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও পৈলান অ্যারোজের বিরুদ্ধে তিন-এক গোলে দুরন্ত জয় পেল সবুজ-মেরুন শিবির।

Updated By: Oct 23, 2011, 08:51 PM IST

যুবভারতীতে ওডাফা ম্যাজিক। আর তাতেই আই লিগের প্রথম ম্যাচে বাজিমাত মোহনবাগানের। চৌষট্টি মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও পৈলান অ্যারোজের বিরুদ্ধে তিন-এক গোলে দুরন্ত জয় পেল সবুজ-মেরুন শিবির। ডার্বি পর্বে ব্যর্থতার পর দায়িত্বে এসেই প্রথম ম্যাচে বাজিমাত সুব্রত-প্রশান্ত জুটির। শেষটা উজ্জ্বল হলেও,শুরুটা মোটেই ভাল হয়নি মোহনবাগানের। ফানাইয়ের গোলে পিছিয়ে পড়ে তারা।দ্বিতীয়ার্ধে দুটি পরিবর্তন করে মোহনবাগানকে ম্যাচে ফেরান সুব্রত-প্রশান্ত। মনীশের জায়গায় ব্যারেটো আর গৌরাঙ্গের জায়গায় অসীম নামতেই অ্যারোজের তরুণ ফুটবলারদের যাবতীয় জারিজুরি শেষ। ছয় মিনিটের মধ্যে ওডাফার জোড়া গোল মোহনবাগানের জয় নিশ্চিত করে দেয়। ইনজুরি টাইমে একক দক্ষতায় গোল করে সবুজ-মেরুন জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক সেরে ফেলেন কিং কোবরা।ভারতীয় ফুটবলে ওডাফার এটি একশো সতেরোতম গোল।আই লিগের প্রথম ম্যাচেই পরিষ্কার ওডাফা গোল পেলে,পালতোলা নৌকাও এগোবে তরতরিয়ে।

.