Durand Cup 2019 : বিদেশিহীন এটিকে'র বিরুদ্ধে কষ্টার্জিত জয় মোহনবাগানের

বৃহস্পতিবার এটিকে কে  ২-১ গোলে হারাল কিবু ভিকুনার দল। 

Updated By: Aug 8, 2019, 06:58 PM IST
Durand Cup 2019 : বিদেশিহীন এটিকে'র বিরুদ্ধে কষ্টার্জিত জয় মোহনবাগানের

সুখেন্দু সরকার : ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচেও জয় পেল মোহনবাগান। ঘরোয়া লিগে পিয়ারলেসের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল সবুজ মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার এটিকে কে  ২-১ গোলে হারাল কিবু ভিকুনার দল। 

পিয়েরলেস ম্যাচে চোট পাওয়া সালভা চামারোকে ছাড়াই প্রথম একাদশ সাজিয়েছিলেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। সঙ্গে গোলে শিল্টন পালের পরিবর্তে শঙ্কর রায়কে খেলান ভিকুনা। ঘরের মাঠে শুরু থেকেই এটিকে রক্ষণে চাপ তৈরি করে মোহনবাগান। ৩৫ মিনিটে গোলের দেখা পায় সবুজ মেরুন ব্রিগেড। সৌজন্যে ফ্রাঙ্ক মোরান্তে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে মোহনবাগান।

আরও পড়ুন-  আই লিগ-আইএসএল বিতর্কে ফেডারেশনের পাশে ফিফা; ধাক্কা খেল আই লিগের ক্লাব জোট

দ্বিতীয়ার্ধের শুরুতেই বাগানের হয়ে ব্যবধান বাড়ান জোসেবা বেইতা।  ম্যাচের বয়েস তখন ৫৩ মিনিট। ০-২ গোলে পিছিয়ে পরে গোল শোধের মারিয়া চেষ্টা চালায় এটিকে। ৭৮ মিনিটে আশিস প্রধানের গোলে ব্যবধান কমায় এটিকে। 

এরপর বেইতাকে তুলে সালভা চামারোকে নামান বাগান কোচ। তাতে অবশ্য স্কোর লাইনে কোনও বদল আসেনি। ম্যাচের ইনজুরি টাইমে জোড়া হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন মোহনবাগান এর সুরাবুদ্দিন। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে নেয় মোহনবাগান। পর পর দুটো ম্যাচ জিতে   ডুরান্ড-এর সেমি ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেললো কিবু ভিকুনার দল। তবে দলের পারফরম্যান্স যা তাতে কিবুর কপালে চিন্তার ভাঁজ কিন্তু  থেকেই যাচ্ছে।

.