রবিবাসরীয়তে মোহনবাগান মানে 'বাংলা'
মাঠের লড়াই ভুলে রবিবার বাংলার সব ক্লাবকে মোহনবাগানের হয়ে গলা ফাটানোর জন্য আবেদন করলেন ক্লাবের সহ-সচিব সৃঞ্জয় বোস। সুপার সান্ডেতে বেঙ্গালুরুর সঙ্গে ড্র করতে পারলেই দশ বছর পর আই লিগ আসবে বাংলায়। মেগা ম্যাচের আগে ইস্টবেঙ্গল, মহমডানে, ইউনাইটেডের সমর্থন চাইছেন বগান কর্তারা।
ব্যুরো: মাঠের লড়াই ভুলে রবিবার বাংলার সব ক্লাবকে মোহনবাগানের হয়ে গলা ফাটানোর জন্য আবেদন করলেন ক্লাবের সহ-সচিব সৃঞ্জয় বোস। সুপার সান্ডেতে বেঙ্গালুরুর সঙ্গে ড্র করতে পারলেই দশ বছর পর আই লিগ আসবে বাংলায়। মেগা ম্যাচের আগে ইস্টবেঙ্গল, মহমডানে, ইউনাইটেডের সমর্থন চাইছেন বগান কর্তারা।
মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হলে বাংলার ফুটবলেরই সুবিধা হবে বলে মনে করেন সঞ্জয় বোস।
লিগ তালিকায় শীর্ষে রয়েছে মোহনবাগান। পয়েন্ট ৩৮। ৩৬ পয়েন্ট নিয়ে সেকেন্ড বেঙ্গালুরু। ঘরের মাঠে কিছুটা সুবিধাজনক অবস্থায়ই রয়েছে বেঙ্গালুরু। তবে ট্রফি পেতে মরিয়া মোহনবাগানও। জয়ের জন্যই ঝাঁপাবে বাগান, এমনটাই মনোভাব কোচ সঞ্জয় সেন সহ গোটা দলের। জয় না পেলেও ড্র করতেই হবে বাগানকে। আর বেঙ্গালুরু বাগানের বিরুদ্ধে জয় পেলে চ্যাম্পিয়ন হবে তাঁরাই। সুতরাং, সুপার সান্ডেতে, 'যো জিতা ওহি সিকন্দর'।