ঘরের মাঠে রিয়াল কাশ্মীরের কাছে হার, পদত্যাগ করলেন মোহনবাগান কোচ শঙ্করলাল
রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে রবিবার ২-১ গোলে হারল শঙ্করলাল চক্রবর্তীর মোহনবাগান।
সুখেন্দু সরকার ও সুশোভন মুখার্জি
যুবভারতীতে ফের মুখ থুবড়ে পড়ল মোহনবাগান। রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে রবিবার ২-১ গোলে হারল শঙ্করলাল চক্রবর্তীর মোহনবাগান। প্রথম লেগে রিয়েল কাশ্মীরকে এক গোলে হারিয়েছিল মোহনবাগান। কিন্তু চলতি মরশুমে ফের একবার ঘরের মাঠে ছন্দপতন। এবারের আই লিগে ঘরের মাঠে প্রথম তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি বাগান। চতুর্থ ম্যাচে অবশ্য শিলং লাজংয়ের বিরুদ্ধে জিতেছিল সবুজ-মেরুন শিবির। তবে এবার ভূস্বর্গের নগাবত দলের সামনে পড়ে ফের হারতে হল। দলের এমন দুরবস্থার সমস্ত দায় নিজের কাঁধে নিয়ে বাগান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শঙ্করলাল চক্রবর্তী। কর্তাদের কাছে তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন।
আরও পড়ুন - মেয়ের নাম কী রাখলেন! টুইট করে জানালেন রোহিত শর্মা
বছর ঘুরতেই একই বিন্দুতে সঞ্জয় সেন এবং শঙ্করলাল চক্রবর্তী। গতবছর ঘরের মাঠে হেরে পদত্যাগ করেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। তখন মোহনবাগানের পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয় সহকারি শঙ্করলালের হাতে। গত মরশুমে আই লিগের বাকি ম্যাচগুলোতে দলকে নিয়ে ঘুরে দাঁড়ান তিনি। দীর্ঘদিন পর শঙ্করলালের হাত ধরেই কলকাতা লিগের ট্রফি এবার এসেছে সবুজ-মেরুন তাঁবুতে। কিন্তু আই লিগে মোহনবাগানের পারফরম্যান্স গ্রাফ ক্রমশই নিম্নগামী। আর তাই রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচের পরেই একপ্রকার তৈরি হয়েই এসেছিলেন শঙ্করলাল। সাংবাদিক সম্মেলনে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, " আমি মোহনবাগানের দায়িত্ব ছাড়ছি, কর্তাদের জানিয়ে দিয়েছি। এবার তাঁরা সিদ্ধান্ত নেবেন।" সেই সঙ্গে দলের এই পারফরম্যান্সের দায়ও নিজের কাঁধেই নিচ্ছেন তিনি। এদিকে ৯ জানুয়ারি এবং ১২ জানুয়ারি আই লিগে পর পর দুটো ম্যাচ রয়েছে মোহনবাগানের। হাতে সময় কম। এই কম সময়ে ক্লাব যদি কোনও নতুন কোচ খুঁজে না পায় তাই এই দুটো ম্যাচে কোচিং করাবেন শঙ্করলাল, সেটাও তিনি বাগান কর্তাদের জানিয়ে দিয়েছেন। সোমবার সকালেও ক্লাবে যাবেন অনুশীলন করাতে। সবটাই যেন নজিরবিহীন। তবে তিনি যে পদত্যাগ করেছেন সেটা সাজঘরে ফুটবলারদের বলেননি এমনটাই দাবি হেনরি, অরিজিত্দের। বাগান কর্তারা শঙ্করলালের ইচ্ছেতেই সম্মতি দিলেন। সেই সঙ্গে নতুন কোচ খোঁজার কাজটাও শুরু করে দিলেন তাঁরা। বিদেশি নয় দেশীয় কোচেই আস্থা রাখছেন মোহন কর্তারা। বাগানের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ খালিদ জামিল, বিশ্বজিত্ ভট্টাচার্য এবং ডেরেক পেরেরা।