সাত বছর পর বিদেশের মাটিতে জিতল মোহনবাগান

Updated By: Nov 25, 2014, 10:15 PM IST
সাত বছর পর বিদেশের মাটিতে জিতল মোহনবাগান

মোহনবাগান (৩) নাখোন রাতচাসিমা (০)

ওয়েব ডেস্ক: সাত বছর পর ফের বিদেশের মাটিতে জয় পেল মোহনবাগান। ভুটানে কিংস কাপে থআইল্যান্ডের নাখোন রাতচাসিমাকে তিন-শূণ্য গোলে হারাল সবুজ মেরুন শিবির। দুহাজার সাত সালে মোহনবাগান শেষবার বিদেশের মাটিতে জয় পেয়েছিল। হারিয়েছিল মালয়েশিয়ার পাহাংকে।

বিদেশের মাটিতে ফের সুভাষ ভৌমিক ম্যাজিক। ভুটানে কিংস কাপে দুরন্ত জয় পেল মোহনবাগান। থাইল্যান্ডের বিখ্যাত ক্লাব নাখোন রাতচাসিমাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার আশা জোরাল করলেন সোনি নর্দিরা। টানটান উত্তেজনার ম্যাচে একচ্ছত্র দাপট দেখায় মোহনবাগান। আগের ম্যাচে তীর্থঙ্কর লালকার্ড দেখায় এদিন দলে বেশ কিছু পরিবর্তন করতে হয় বাগান টিডিকে। মাঝমাঠে লালকমলের জায়গায় পঙ্কজ মৌলাকে খেলিয়ে বাজিমাত করেন তিনি।

আগের ম্যাচে তিন গোল খাওয়া সত্বেও ভারতীয় ডিফেন্সের উপর ভরসা রেখেছিলেন সুভাষ ভৌমিক। খেলার আট মিনিটের মধ্যেই মোহনবাগানকে এগিয়ে দেন সোনি নর্দি। পরপর দুম্যাচে গোল পেলেন হাইতিয়ান এই স্ট্রাইকার। প্রথমার্ধের মাঝামাঝি লালকার্ড দেখে মাঠ ছাড়তে নাখোনের এক ফুটবলারকে। বিপক্ষ দল দশজনে হওয়ার সুযোগ পুরো মাত্রায় কাজে লাগায় সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধে থাইল্যান্ডের দলটির আরও এক ফুটবলার লালকার্ড দেখে। বিপক্ষ দল নয় জনে হয়ে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই মোহনবাগানের ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরো বোয়া।

নিজের দলের ফুটবলারকে বকতে গিয়ে আশ্চর্যজনকভাবে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় মোহনবাগান টিডি সুভাষ ভৌমিককে। খেলার একেবারে শেষপর্বে নিজের দ্বিতীয় গোল করে মোহনবাগানের জয় নিশ্চিত করে ফেলেন মার্কি ফুটবলার বোয়া। পাঁচজনকে কাটিয়ে একক দক্ষতায় অনবদ্য গোল করেন বোয়া। তৃতীয় গোলের পর উচ্ছ্বাস প্রকাশ করার জন্য লালকার্ড দেখতে হয় গার্সিয়াকেও। তাই বড়ব্যবধানে জিতলেও রেফারিং নিয়ে ক্ষোভ মোহনবাগান শিবিরে। দুম্যাচে চার পয়েন্ট পেয়ে সেমিতে যাওয়ার আশা জিইয়ে রাখল মোহনবাগান।

.