আই লিগে অবশেষে যুবভারতীতে জয়ের মুখ দেখল মোহনবাগান

শিলং লাজং কে ২-০ গোলে হারাল সবুজ মেরুন।

Updated By: Dec 23, 2018, 08:14 PM IST
আই লিগে অবশেষে যুবভারতীতে জয়ের মুখ দেখল মোহনবাগান

সুখেন্দু সরকার

চলতি মরশুমে শেষ পর্যন্ত ঘরের মাঠে জয়ের মুখ দেখল মোহনবাগান। শিলং লাজং কে ২-০ গোলে হারাল সবুজ মেরুন। গোল করেন  মোহনবাগানের দুই বিদেশি ইয়ুটা ও হেনরি। ম্যাচ জিতে লিগ টেবিলে ৫ নম্বরে উঠে এল শঙ্করলালের দল। 

লাজং ম্যাচের আগে পর্যন্ত চলতি মরসুমে আই লিগে ঘরের মাঠে একটাও ম্যাচ জিততে পারেনি মোহনবাগান। আইজল, চেন্নাইয়ের সঙ্গে ড্র। চার্চিল, ইস্টবেঙ্গলের কাছে হারে বাগান। মিনার্ভার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জেতার পর বাগান কোচ বলেছিলেন, ''এবার ভাগ্য ফিরছে তাঁদের''। শিলং লাজং ম্যাচ জিতে বাগান ফুটবলাররা কোচের কথার মান রাখলেন। প্রথমার্ধে একাধিক চেষ্টা করেও কাঙ্খিত গোল আসেনি মোহনবাগানের। চোট পেয়ে মাঠ ছাড়েন সৌরভ দাস। পরিবর্তে নামেন মেহেতাব হোসেন। প্রথমার্ধ শেষে গোলহীন দুই দলই। 

আরও পড়ুন- নাসিরুদ্দিনের পর এবার গম্ভীরের বেনজির আক্রমণ কোহলিকে

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল বাগানের। দুরন্ত গোলে মোহনবাগানকে এগিয়ে দেন কিনওয়াকি ইয়ুটা। ম্যাচের বয়স তখন ৪৭ মিনিট। ৬০ মিনিটে পায়ের জঙ্গল থেকে ২-০ করেন হেনরি কিসেকা। এরপর অবশ্য বেশ কয়েকবার সুযোগ পেয়েছে মোহনবাগান। তবে গোল আসেনি। পরপর ম্যাচ খেলার ধকল, ক্লান্তি তখন গ্রাস করেছে বাগান ফুটবলারদের। কাফ মাসেলে ব্যাথা অনুভব করায় মাঠ ছাড়লেন ইয়ুটা। তবে গোল হজম করেনি মোহনবাগান।

ম্যাচ শেষে ক্লান্তির কথা স্বীকার করে নিলেন বাগান কোচ। সেই সঙ্গে প্রতি ম্যাচ থেকে তিন পয়েন্টের টার্গেট শঙ্করলালের। সেটা সম্ভব হলে বদলে যাবে লিগ টেবিলের অবস্থান।  ৯ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে আই লিগের টেবিলে ৫ নম্বরে মোহনবাগান। ২৮ ডিসেম্বর নেরোকার বিরুদ্ধে বাগানের পরবর্তী ম্যাচ পাহাড়ে।

 

.