Durand Cup 2019: ফাইনালে বাংলা-কেরল ডুয়েল; গোকুলামকে হারিয়ে মরশুমের প্রথম ট্রফি জিততে মরিয়া মোহনবাগান
পাসিং আর প্রেসিং ফুটবলেই গোকুলাম বধের অঙ্ক কষছেন মোহন কোচ ।
নিজস্ব প্রতিবেদন: শনিবাসরীয় যুব ভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি মোহনবাগান - গোকুলাম কেরালা এফসি। লড়াই বাংলা বনাম কেরালা । লড়াই দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের। মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলতে বাগানের স্প্যানিশ কোচের ভরসা সেই বেইতিয়া। অন্যদিকে মোহনবাগানকে হারাতে বাগানের পুরনো ঘোড়া হেনরি কিসেকাকে তুরুপের তাস করতে চাইছে গোকুলাম।
গোকুলামের রক্ষণ ছত্রভঙ্গ করতে প্লে-মেকার বেইতিয়ার ওপর আস্থা রাখছেন বাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। পাসিং আর প্রেসিং ফুটবলেই গোকুলাম বধের অঙ্ক কষছেন মোহন কোচ । ফাইনালে আর অতিরিক্ত সময় নয়, ৯০ মিনিটেই খেল খতম করে দিতে চাইছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা। সেমি ফাইনালে ১২০ মিনিট খেলতে হয়েছে। ৪৮ ঘন্টার ব্যবধানে ফাইনাল ম্যাচ খেলতে নামতে হবে তাই ফুটবলার দের ফিটনেস একটা বড় ফ্যাক্টর। যদিও একই অবস্থা প্রতিপক্ষ গোকুলামের। কারণ সেমি ফাইনালে তারাও ১২০ মিনিট ফুটবল খেলেছে।
আরও পড়ুন : অ্যান্টিগায় টালমাটাল ভারত, ভরসার মুখ শুধুই রাহানে
শনিবার দ্রুত গোল পেতে স্ট্রাইকার সালভা চামারোর ওপরই ভরসা রাখছেন ভিকুনা। পেনিট্রেটিং জোনে চাপ বাড়াতে পাসিং ফুটবলে অতিরিক্ত জোর দিচ্ছেন বাগান কোচ। গোকুলামের আটকাতে ডিফেন্সিভ স্ক্রিনে শেখ সাহিলই ভরসা ভিকুনার। রক্ষণের ওপর চাপ কমাতে মিডফিল্ডারদের বাড়তি দায়িত্ব নিতে বলেছেন বাগানের হেডস্যার।
ত্রিনিদাদ ও টোবাগোর স্ট্রাইকার মার্কাস জোসেফ গোলের মধ্যে রয়েছেন, বাগানে খেলে যাওয়া হেনরি কিসেকার পাশাপাশি গোটা গোকুলাম দলটাকেই সমীহ করছে মোহনবাগান। শনি বারের ফাইনাল যে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা মেনে নিচ্ছেন কিবু ভিকুনা। মরশুমের শুরুতেই ট্রফি জিততে রক্ষণে বাড়তি নজর দিচ্ছেন বাগানের স্প্যানিশ কোচ। ভারতে কোচিং করাতে এসে প্রথম ট্রফি শনিবার জিততে পারলে সেটা 'ভেরি স্পেশাল' হবে ভিকুনার কাছে।