মহমেডান স্পোটিংয়ে বন্ধ হতে চলেছে ফুটবল

আইএসএলের উন্মাদনার মধ্যে হতাশার ছায়া কলকাতা ময়দানে। শতাব্দীপ্রাচীন ক্লাব মহমেডান স্পোটিংয়ে বন্ধ হতে চলেছে ফুটবল। কর্মকর্তারা জানিয়ে দিলেন আর্থিক সঙ্কটের জন্য আর কোনও সর্বভারতীয় টুর্নামেন্টে খেলবে না ক্লাব। শনিবার ক্লাবের কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Updated By: Oct 19, 2014, 08:22 PM IST
মহমেডান স্পোটিংয়ে বন্ধ হতে চলেছে ফুটবল

ওয়েব ডেস্ক: আইএসএলের উন্মাদনার মধ্যে হতাশার ছায়া কলকাতা ময়দানে। শতাব্দীপ্রাচীন ক্লাব মহমেডান স্পোটিংয়ে বন্ধ হতে চলেছে ফুটবল। কর্মকর্তারা জানিয়ে দিলেন আর্থিক সঙ্কটের জন্য আর কোনও সর্বভারতীয় টুর্নামেন্টে খেলবে না ক্লাব। শনিবার ক্লাবের কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবছর কোনও স্পনসর ছাড়াই প্রায় এককোটির টাকার দল গড়েছিল মহমেডান। কিন্তু আর্থিক সঙ্কটের জেরে তিন মাস ধরে কোনও ফুটবলার ও কোচকে মাইনে দিতে পারছেন না মহমেডান কর্তারা। এর জেরে সব বিদেশিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। মহমেডানের বিদেশি কোচ ফুজা তোপে মাইনে না পাওয়ায় অসুস্থ মা কে দেখতে যেতে পারেননি। এর জেরে বেজায় চটেছেন ফুজা তোপে। সব মিলিয়ে আইএসএলের বাজারে সঙ্কটে কলকাতার তিন প্রধানই।

.