Mohammad Kaif: 'সবসময় বাদ পড়ে!' রাগে ফুঁসছেন ন্যাটওয়েস্ট নায়ক, সওয়াল ভারতীয় নক্ষত্রের জন্য!

Mohammad Kaif questions Cheteshwar Pujara exclusion for West Indies Tests: দলের বাকিরা খারাপ পারফরম্যান্স করেও বেঁচে যান। কিন্তু পূজারাই বারবার বাদ পড়েন। এই অবিচার মানতে পারলেন না মহম্মদ কাইফ।  

Updated By: Jul 8, 2023, 04:42 PM IST
Mohammad Kaif: 'সবসময় বাদ পড়ে!' রাগে ফুঁসছেন ন্যাটওয়েস্ট নায়ক, সওয়াল ভারতীয় নক্ষত্রের জন্য!
মানতে পারছেন না কাইফ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজ সফরে (India Tour of West Indies) টেস্ট দলে রাখা হয়নি চেতেশ্বর পূজারাকে ( Cheteshwar Pujara)। ভারতীয় ক্রিকেটের একাংশের দাবি 'বিশ্রাম' নয়, পূজারাকে ছেঁটে ফেলা হয়েছে। আর তাই অপেক্ষাকৃত দুর্বল ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও রুতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad) দেখে নিতে চাইছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। জাতীয় নির্বাচকদের এমন সিদ্ধান্তে প্রথমে বিরক্ত হয়েছিলেন সুনীল গাভাসকর। গোটা ভারতীয় ব্যাটিং যখন ব্যর্থ, তখন পূজারাকে 'বলির পাঁঠা' কেন করা হল? প্রশ্ন তুলেছিলেন লিটল মাস্টার। এবার ক্ষোভে ফুঁসছেন ভারতের প্রাক্তন নক্ষত্র মহম্মদ কাইফ (Mohammad Kaif)।

আরও পড়ুন: Sourav Ganguly: শুভেচ্ছায় ভাসছেন মহারাজ, এবার বঞ্চিতদের করাবেন পড়াশোনা! বিশেষ দিনে বিরাট ঘোষণা

ন্যাটওয়েস্ট নায়ক কাইফ এক সর্বভারতীয় চ্যানেলে বলেন, 'ডব্লিউটিসি ফাইনালে ভারত হেরেছে ভালো বল করতে পারেনি বলে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে প্রায় ৫০০-র কাছাকাছি রান করেছে। আমরা ভালো বল করতে পারিনি। আমরা পরিস্থিতি ভালো করে বুঝে সম্ভবত প্রথমে ব্যাট করতে পারতাম। রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে রাখা যেত। এরকম সব ট্যাকটিক্যাল ভুল করেছি আমরা। পূজারাকেই সবসময় বাদ দেওয়া হয়। এটা বোঝা কঠিন যে, কেন ওরা পূজারাকে বসাল!'পূজারা-রাহানের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিলেন কাইফ। তিনি বলেন, 'পূজারার মতো কারোর ব্য়াপারে সিদ্ধান্ত নিতে হবে। ও কি আদৌ ভবিষ্যতের ভাবনায় রয়েছে? তাহলে রাহানের কী হবে? নতুন প্লেয়ারদের রাখতে হবে। একবার নতুন প্লেয়ার পেয়ে গেলে রাহানে-পূজারাকে ছেড়ে দাও। তাহলে এই দুই ক্রিকেটারের ফর্মে ফেরা এবং তাদের ফের দলে নেওয়া, এই ব্য়াপারটার জন্যই অপেক্ষা করা উচিত নয়। পূজারাকে দল থেক বসাও, ও কাউন্টিতে ভালো খেলুক। আবার ওকে নাও। রাহানে বেরিয়ে গিয়েছিল দল থেকে। আবার এখন ভাইস-ক্যাপ্টেন হল। সিনিয়র প্লেয়ারদের নির্বাচন করার ব্যাপারে পরিষ্কার ধারণা থাকা উচিত।

যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়কে দলে নেওয়া হয়েছে। কিন্তু বহু যুদ্ধের নায়ক পূজারাকে বাদ দেওয়া হল। তাঁকে এই বার্তা দেওয়া হয়েছে, ঘরোয়া টুর্নামেন্টে খেলে ফিরতে হবে জাতীয় দলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকারা ব্যর্থ হয়েছেন। কিন্তু কোপ পড়ল পূজারার উপরে। যদিও পূজারা উত্তর দিয়েছেন নির্বাচকদের। দলীপ ট্রফির সেমিফাইনালে পূজারার ব্যাট থেকে এসেছে ঝকঝকে সেঞ্চুরি।তবে ক্যারিবিয়ান সফরে পূজারা ব্রাত্য হওয়ায়, জাতীয় দলের দরজা যে তাঁর জন্য বন্ধ হয়ে যাচ্ছে এমনটা নয়। নামপ্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, 'নির্বাচক এবং কোচ রাহুল দ্রাবিড় তরুণ খেলোয়াড়দের পরখ করে নিতে চান। সেই কারণেই পূজারাকে ওয়েস্ট ইন্ডিজ সফরে নেওয়া হয়নি।' বছরের শেষে ভারত যাবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে। বলা যায় যে, প্রোটিয়া সফরে পূজারা থাকবেন টিমে।

আরও পড়ুন: WI vs IND: ১৪০ কেজির ৬ ফুট ৬ ইঞ্চির 'পাহাড়' ফিরল! রোহিতদের বিরুদ্ধে দল ঘোষণা মেরুন বাহিনীর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.