রবি শাস্ত্রীর মন্তব্যে বেজায় অখুশি মহম্মদ আজাহারউদ্দিন

Updated By: Aug 11, 2017, 03:04 PM IST
রবি শাস্ত্রীর মন্তব্যে বেজায় অখুশি মহম্মদ আজাহারউদ্দিন

ওয়েব ডেস্ক : ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েই শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট সিরিজ জিতলেন রবি শাস্ত্রী। তাও তিন টেস্টের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই এই জয়। সেই আনন্দেই হোক অথবা আবেগের বশে, কোচ শাস্ত্রী কিছু কথা বলেছিলেন। রবি শাস্ত্রী বলেছিলেন, 'এই দলটা একসঙ্গে প্রায় দু'বছর রয়েছে।তাই এই দলটা এখন অনেক বেশি অভিজ্ঞ।ওরা তাই এমন সব সাফল্য পাচ্ছে যা, অতীতের ভারতীয় দল পায়নি। তাতে হয়তো ২০ বছর ধরে খেলা অভিজ্ঞ ক্রিকেটাররা ছিল। কিন্তু এই সাফল্য আসেনি। এই তো যেমন, শ্রীলঙ্কাতে এসেই আগে সিরিজ জিততে পারেনি তাঁরা।'

আরও পড়ুন জানেন, অস্ট্রেলিয়ার নতুন ফিল্ডিং কোচ কে নিযুক্ত হলেন?

রবি শাস্ত্রীর এই কথা মোটেই ভালভাবে মেনে নিতে পারেননি ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজাহারউদ্দিন। একটি সাক্ষাত্কার দিতে গিয়ে আজাহার বলেছেন, 'শাস্ত্রীর এমন কথা বলা মোটেই উচিত হয়নি। ও নিজেও অতীতের ভারতীয় দলের অংশ ছিল। তারথেকেও বড় কথা হল, এই ধরনের মন্তব্য, অন্যদের অসম্মান করে। কিন্তু লোকের মুখকে তো আর আটকানো যায় না। তবে, এরকম মন্তব্য শাস্ত্রী না করলেই পারতো।'

আরও পড়ুন  শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে কে কে থাকছেন না জানুন

.