মোহালি টেস্টের সেরা ৭ চমক এক ঝলকে!

মোহালি টেস্টের সাত চমক দেখে নিন এক ঝলকে।

Updated By: Nov 7, 2015, 04:07 PM IST
মোহালি টেস্টের সেরা ৭ চমক এক ঝলকে!

ওয়েব ডেস্ক: মোহালি টেস্টের সাত চমক দেখে নিন এক ঝলকে।

১) প্রথম ইনিংসে ২০১-এর কম রান করে এই নিয়ে ষষ্ঠবার টেস্ট জিতল ভারত।

২) নিজের ১৩ তম টেস্ট খেলে ৫০ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় বাঁ হাতি বোলারদের মধ্যে এই বিষয়ে তিনি শীর্ষে রয়েছেন প্রজ্ঞান ওঝার সঙ্গে।

৩) এই টেস্টে দক্ষিণ আফ্রিকার স্পিনাররা নিলেন ১৫ টি উইকেট। প্রোটিও স্পিনাররা ১৯৫২-৫৩ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে নিয়েছিলেন ১৬ টি উইকেট।

৪) মোহালি টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের ৬ উইকেট পড়ে যায় মাত্র ২৪ রানে!

৫) এই টেস্টে দক্ষিণ আফ্রিকার ওপেনাররাই নিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের ৫ টি উইকেট! এলগার চারটি এবং ভ্যান জিল নিয়েছেন ১ টি উইকেট।

৬) এই নিয়ে শেষ ৩ টি টেস্টের ৬ টি ইনিংসে ভারতীয় ওপেনাররা প্রথম উইকেটের জুটিতে তুলেছেন যথাক্রমে ৯,০,০,২,৩,৪!

৭) মোহালিতেই ১৮৭ রান করে নিজের টেস্ট কেরিয়ার শুরু করেছিলেন শিখর ধাওয়ান। আর সেই শিখর ধাওয়ান এই টেস্টের দুই ইনিংসে মোহালিতে করলেন ০ এবং ০। ধারাবাহিক পারফরম্যান্স বটে!

.