মোহালিতে উইকেট পড়ছে টাপুর টুপুর বৃষ্টির মতো
তেমন অঘটন না ঘটলে আজই শেষ হয়ে যাচ্ছে মোহালি টেস্ট। মাত্র তিন দিনেই!
ওয়েব ডেস্ক: তেমন অঘটন না ঘটলে আজই শেষ হয়ে যাচ্ছে মোহালি টেস্ট। মাত্র তিন দিনেই!
দ্বিতীয় ইনিংসে ভারতের ১২৫ রানে ২ উইকেট নিয়ে খেলা শুরু হয়েছিল মোহালি টেস্টের তৃতীয় দিনের। এরপর ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২০০ রানে। প্রথম ইনিংসের থেকে মাত্র এক রান কম।
পুজারা করেন ৭৭ রান। বিরাট আউট হন ২৯ রান করে। ঋদ্ধিমান সাহা করেন ২০ রান। আর কোনও ভারতীয় ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। রাহানে (২), জাদেজা (৮), অশ্বিন (৩), অমিত মিশ্র (২), উমেশ যাদব (১) সবাই ফেরেন এভাবেই!
দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ টে করে উইকেট নেন হার্মার এবং ইমরান তাহির। জিততে গেলে ২১৮ রান করতে হবে, এই জেনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে প্রোটিওরা। কিন্তু মাত্র ৩২ রানেই ৪ উইকেট পড়ে গিয়েছে তাদের।
জাদেজা নিয়েছেন ২ টো উইকেট। অশ্বিন এবং অমিত মিশ্রা আপাতত পেয়েছেন একটি করে উইকেট। ফিলান্ডার (১), ডুপ্লিসিস (১), আমলা (০)এবং ডিভিলিয়ার্স (১৬) কের ফিরে গিয়েছেন। এখন ক্রিজে রয়েছেন এলগার (১১) এবং ভ্যান জিল (৫)।
তৃতীয় দিনের খেলায় মাত্র ৪৮ ওভারের মধ্যেই দু-দলের পড়েছে মোট এক ডজন উইকেট!