মোহালি টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া ২৭৩/৭
বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের রেশ কাটিয়ে দ্বিতীয়দিনে জমজমাট মোহালি টেস্ট। দিনের শেষে সাত উইকেট খুইয়ে অস্ট্রেলিয়ার ঝুলিতে ২৭৩ রান। কোয়ান আর ওয়ার্নারের ওপেনিং জুটি অসি বাহিনীর যুদ্ধের সূচনাটা ভাল করলেও তারপরে শেন ওয়াটসনের বদলি স্মিথ ছাড়া আর কেউই ভারতীয় বোলারদের মোকাবিলা করতে পারেননি। দুই অসি ওপেনারের ১৩৯ রানের পার্টনারশিপ যখন রানের পাহাড়ের ইঙ্গিত দিচ্ছিল ঠিক তখনই খেলায় ফিরে আসেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ানদের দূর্গে প্রথম ফাটলটা ধরান রবীন্দর জাদেজা।
বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের রেশ কাটিয়ে দ্বিতীয়দিনে জমজমাট মোহালি টেস্ট। দিনের শেষে সাত উইকেট খুইয়ে অস্ট্রেলিয়ার ঝুলিতে ২৭৩ রান। কোয়ান আর ওয়ার্নারের ওপেনিং জুটি অসি বাহিনীর যুদ্ধের সূচনাটা ভাল করলেও তারপরে শেন ওয়াটসনের বদলি স্মিথ ছাড়া আর কেউই ভারতীয় বোলারদের মোকাবিলা করতে পারেননি। দুই অসি ওপেনারের ১৩৯ রানের পার্টনারশিপ যখন রানের পাহাড়ের ইঙ্গিত দিচ্ছিল ঠিক তখনই খেলায় ফিরে আসেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ানদের দূর্গে প্রথম ফাটলটা তৈরি করেন রবীন্দর জাদেজা। তাঁর বলে ব্যক্তিগত ৭১ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ওয়ার্নার। অস্বিনের বলে কোয়ানের ক্যাচ ধরেন কোহলি। কোয়ানের সংগ্রহ ৮৬। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে ৫৮ রানে অপরাজিত আছেন স্মিত। তাঁকে সঙ্গত দিচ্ছেন স্টার্ক। তাঁর সংগ্রহ ২০। ভারতীয় বোলারদের মধ্যে সফলতম জাদেজা। বিপক্ষের ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি। বহুদিন পর ইশান্ত শর্মার ইনসুইনগারের ঝলকের সাক্ষী থাকল মোহালির দর্শক। পেলেন দুটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ওঝা ও অস্বিন।
বৃষ্টিতে প্রথম দিনের খেলা ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেই শুরু হল মোহালি মহারণ। টসে জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েডের জায়াগায় দলে এসেছেন ব্র্যাড হ্যাডিন। শেন ওয়াটসনের জায়গায় এসেছেন স্টিভেন স্মিথ। গ্লেন ম্যাক্সওয়েলের জায়গায় খেলছেন নাথান লিওঁ। জেমস প্যাটিনসনের জায়গায় এসেছেন মিচেল স্টার্ক।
ভারতীয় দলে হরভজন সিংয়ের জায়গায় ফিরেছেন প্রজ্ঞান ওঝা। চেন্নাই ও হায়দরাবাদে জয়ের পর সিরিজে ২-০ এগিয়ে রয়েছে ভারত। মোহালিতেই সিরিজ পকেস্থ করার লক্ষ্যে খেলছে ধোনিবাহিনী।