টি-২০ ক্রিকেটে ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ রান করলেন মিতালি রাজ

মিতালিকে সঙ্গ দিয়ে গেলেন হরমনপ্রিত কউর।

Updated By: Oct 24, 2018, 06:47 PM IST
টি-২০ ক্রিকেটে ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ রান করলেন মিতালি রাজ

নিজস্ব প্রতিনিধি : লক্ষী পুজোর দিনে দেশের এক লক্ষী বড় রেকর্ড করে বসলেন। মিতালি রাজ। মহিলাদের ক্রিকেটে নামটা বটগাছের মতো। সেই মিতালি রাজ আরও একবার রেকর্ডের মগডালে চড়ে বসলেন। টি-২০ ক্রিকেটে ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান করলেন মিতালি। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে টি-২০ ম্যাচে মিতালি এমন রেকর্ড গড়লেন। মিতালির দাপুটে সেঞ্চুরির সৌজন্যে ভারতীয় এ দল আপাতত তিন ম্যাচের সিরিজে ২-০ তে সিরিজ জিতে নিয়েছে। 

আরও পড়ুন-  ধোসা পাঠালেন জোনস, জন্টি আস্ত ভেজ থালি পাঠিয়ে দিলেন

স্মৃতি মন্ধনার সঙ্গে এদিন ওপেন করতে নেমেছিলেন মিতালি। ১০৫ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। তাও মাত্র ৬১ বলে। এর আগে কোনও ভারতীয় মহিলা ক্রিকেটার টি-২০ ক্রিকেটে ১০৫ রানের ইনিংস করতে পারেননি। এর আগে ১০২ রানের ইনিংস খেলেছিলেন স্মৃতি। এতদিন পর্যন্ত ভারতীয় মহিলা ব্যাটম্যান হিসাবে ওটাই ছিল সর্বোচ্চ রেকর্ড। যদিও এই ম্যাচে স্মৃতি রান পাননি। তবে মিতালিকে সঙ্গ দিয়ে গেলেন হরমনপ্রিত কউর। ৩৩ বলে ৫৭ রান করলেন তিনি। তাও বেশ মারকুটে ভঙ্গিতে ব্যাট করলেন। হাঁকালেন ছ'টা বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি।

আরও পড়ুন-  বোল্ট গতিতে ১০ হাজারে বিরাট, সঙ্গে সেঞ্চুরি

এদিন মিতালির সেঞ্চুরির সুবাদে ভারত ২০ ওভারে ১৮৪ রান তোলে। পাঁচ উইকেট হারিয়ে। জবাবে অস্ট্রেলিয়া এ দলের ইনিংস শেষ হয়ে যায় ১৫৬ রানে। সামনের মাস থেকেই টি-২০ বিশ্বকাপ শুরু। তার আগে মিতালির এমন পারফরম্যান্স ও অজিদের বিরুদ্ধে জয় অবশ্যই ভারতীয় দলকে আত্মবিশ্বাস জুগিয়ে যাবে। 

.