বিশ্বকাপের শাপমোচন, ঘরের মাটিতে ভারতকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

মীরপুরে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের। ৩ ম্যাচের সিরিজে ২-০ তে সিরিজ জিতল বাংলাদেশ। 

Updated By: Jun 21, 2015, 10:42 PM IST
বিশ্বকাপের শাপমোচন, ঘরের মাটিতে ভারতকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

ওয়েব ডেস্ক: মীরপুরে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের। ৩ ম্যাচের সিরিজে ২-০ তে সিরিজ জিতল বাংলাদেশ। 

রবিবার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে বাংলাদেশের বোলিংয়ের সামনে ব্যাটিং ধ্বসের সম্মুখীন হয় ভারত। ওপেনিং থেকে টপ অর্ডার ব্যার্থ হয় ভারতীয় ব্যাটিং। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও মুস্তাফিজুরের পেসের সামনে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। ৬ উইকেট নিয়ে ভারতের ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙে দেন বাংলাদেশের এই পেসার। ভারতের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন শিখর ধাওয়ান। ৪৭ রান করেন ধোনি। 

রান তাড়া করতে নেমে শুরুতেই তামিম ইকবালের আউট নিয়ে তৈরি হয় বিতর্ক। তামিম ১৩, সৌম্য সরকার ৩৪ রানে আউট হন। ৩৬ রান করে ফিরে গিয়েছেন লিটন দাসও। কিন্তু এর পর আর বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ৪ উইকেট হারিয়ে অনায়েশেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় বাংলাদেশ।

ঘরের মাঠে এই সিরিজ জয় ঐতিহাসিক। এই প্রথম বাংলাদেশের মাটিতে সিরিজ হারল ভারত। প্রশ্নের মুখে ভারতীয় দলের পার্ফরম্যান্স। এমনকি বাংলাদেশের মাটিতে সিরিজ হারের প্রশ্ন চিহ্ন উঠছে ধোনির অধিনায়কত্ব নিয়েও।

.