তামিম কি আউট ছিলেন? না কি ড্রপ ক্যাচ!

১৯৯ রানের ছোট্ট লক্ষ্যমাত্রা। ৪৭ ওভারে ১০ উইকেট হাতে নিয়ে খেলতে নেমে প্রথমেই ধাক্কা খেতে খেতেও বাঁচল বাংলাদেশ। ব্যাক্তি গত ২ রানে ধবল কুলকর্নির বলে বিরাটের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নমুখী হয়েছিলেন বাংলাদেশের ওপেনার বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল। আম্পেয়ার বললেন দাড়াও! নো বল হয়েছে? না। ক্যাচটা ধরার আগেই নাকি মাটিতে পড়েছে বল। তৃতীয় আম্পেয়ারের কাছে আবেদন জানালে বেনিফিট অফ ডাউট যায় ব্যাটসম্যানের পক্ষে।

Updated By: Jun 21, 2015, 09:52 PM IST
তামিম কি আউট ছিলেন? না কি ড্রপ ক্যাচ!

ওয়েব ডেস্ক: ১৯৯ রানের ছোট্ট লক্ষ্যমাত্রা। ৪৭ ওভারে ১০ উইকেট হাতে নিয়ে খেলতে নেমে প্রথমেই ধাক্কা খেতে খেতেও বাঁচল বাংলাদেশ। ব্যাক্তি গত ২ রানে ধবল কুলকর্নির বলে বিরাটের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নমুখী হয়েছিলেন বাংলাদেশের ওপেনার বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল। আম্পেয়ার বললেন দাড়াও! নো বল হয়েছে? না। ক্যাচটা ধরার আগেই নাকি মাটিতে পড়েছে বল। তৃতীয় আম্পেয়ারের কাছে আবেদন জানালে বেনিফিট অফ ডাউট যায় ব্যাটসম্যানের পক্ষে।

কিন্তু স্ক্রিনে বলটি মাটিতে ড্রপ হয়েছে কিনা সেটা স্পষ্ট করতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরাও। তবে বিরাটের উচ্ছ্বাসে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল, মাটিতে পড়ার আগেই ক্যাচটি ধরেছিলেন তিনি। জীবন পেয়ে নতুন বলে অনেকক্ষন ব্যাট করেন তামিম। তবে বিশেষ কোনও সুবিধা করতে না পেরে ১৩ রানে ধবল কুলকর্নির বলেই আউট হন তামিম। তবে তামিমের ক্যাচ বিতর্ক আরও একবার উস্কে দিয়েছে বিশ্বকাপে রুবেলের নো বল বিতর্ককে।    

.