ভারত নয়,২০২০ টি-২০ বিশ্বকাপ জিতবে কে? ভবিষ্যত্ বাণী করলেন ভন, সমালোচনার মুখর নেটিজেনরা
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করে জানিয়ে দিয়েছেন, ২০২০ সালের বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ীর নাম।
নিজস্ব প্রতিবেদন: আগামী বছর ডনের দেশে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১৬টি দেশকে নিয়ে হবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রায় এক বছর আগেই ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভবিষ্যত্ বাণী করে ফেললেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। এমনকি সম্ভাব্য বিজয়ীর নামও বলে দিলেন তিনি।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করে জানিয়ে দিয়েছেন, ২০২০ সালের বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ীর নাম। তিনি যে দুটি দেশের নাম বলেছেন উল্লেখযোগ্যভাবে সেই তালিকায় নেই ভারতের নাম। ভনের মতে, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে কোনও একটি দল ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দাবিদার।
Early T20 World Cup prediction ... England or Australia will be winning it ... #JustSaying @WilliamHill
— Michael Vaughan (@MichaelVaughan) November 10, 2019
ভনের এই টুইট দেখেই বেজায় খেপেছেন ভারতীয় সমর্থকরা। টুইটেই তার জবাবও ভনকে দিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কেউ কেউ বলেছেন, এটা ভালো জোক। কেউ তো আবার বলেছেন, যে বাউন্ডারি কাউন্ট নিয়ম উঠে গেছে।
Since win by boundary count is now scrapped, England now need to look for some loophole from the rule book
— Catches Win Matches (@CSKIPL15) November 10, 2019
dharmasena will not be umpire
— Chishty (@ChishtyyIjaz) November 10, 2019
nice joke
— Prashant Mane (@imprashant775) November 10, 2019
আরও পড়ুন - ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে ইন্দোরের পিচে অ্যাডভান্টেজ পেসারদের!