Manchester Test: 'বিসিসিআই চার টেস্টের সিরিজই চেয়েছিল!' হোল্ডিং জানিয়েছেন দোশীকে
ভারতের প্রাক্তন স্পিনার একের পর এক বোমা ফাটিয়েই চলেছেন।
নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম তথা শেষ টেস্ট ছিল ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিলের সঙ্গেই সিরিজ শেষ হয়ে যায় এক ম্যাচ না হয়েই। অসমাপ্ত সিরিজ নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। তার মধ্যে ভারতের প্রাক্তন স্পিনার একের পর এক বোমা ফাটিয়েই চলেছেন।
তিনি একবার বলছেন যে, রবি শাস্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠানে ভারতীয় দলের কোনও সদস্যের মুখেই মাস্ক ছিল না। এবার দোশী বলছেন যে, বিসিসিআই নাকি ম্যাঞ্চেস্টার টেস্টের পক্ষেই ছিল না। ভারতীয় বোর্ড চেয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচের বদলে চার টেস্টের সিরিজ খেলতে!
আরও পড়ুন: Michael Holding: মাইক্রোফোনের সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক শেষ করলেন হোল্ডিং
একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে দোশী বলেন, "আমার প্রিয় বন্ধু মাইকেল হোল্ডিংয়ের সঙ্গে কথা বলছিলাম। ও আমাকে বলেছিল যে,ভারতীয় ক্রিকেট বোর্ড শেষ টেস্ট চায়নি। বিসিসিআই ওভাল টেস্টের পরেই সিরিজ শেষ করার পরামর্শ দিয়েছিল। যাতে আইপিএল ও শেষ টেস্টের মধ্যে অনেকটা সময় থাকে। ১৫ দিনের কোয়ারেন্টিনে পর্বও সেরে ফেলা যাবে। কিন্তু আমার মনে হয় ইসিবি এটার পক্ষে ছিল না। তারা চেয়েছিল পঞ্চম টেস্ট হোক।"
আগামী বছর জুনে ভারতের ফের ইংল্যান্ড সফর। তিনটি টি-২০ ও সমসংখ্যক ওয়ান-ডে ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত-ইংল্যান্ডের। সেই সময় ম্যাঞ্চেস্টার টেস্ট হওয়া নিয়ে কথা চলছে। তবে আলাদা করে ম্যাঞ্চেস্টার টেস্ট নয়, সিরিজের পঞ্চম ম্যাচ হিসেবেই ওই টেস্ট চাইছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)