মেসির ডাবল, চেলসির `ট্রাবল`

বার্সেলোনার জার্সি গায়ে গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন আর্জেন্টিনীয় সুপারস্টার।ন্যু ক্যাম্পে মেসি ম্যাজিকের জন্যই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে রাশিয়ান ক্লাব স্পার্টাক মস্কোর বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল বার্সেলোনা। বার্সেলোনা জিতল ৩-২ গোলে।

Updated By: Sep 20, 2012, 02:42 PM IST

বার্সেলোনার জার্সি গায়ে গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন আর্জেন্টিনীয় সুপারস্টার।ন্যু ক্যাম্পে মেসি ম্যাজিকের জন্যই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে রাশিয়ান ক্লাব স্পার্টাক মস্কোর বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল বার্সেলোনা। বার্সেলোনা জিতল ৩-২ গোলে। বার্সেলোনা লা লিগায় টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমেছিল বার্সা।খেলার ১৪ মিনিটেই ক্রিশ্চিয়ান টেলোর গোলে এগিয়ে যায় তারা।
কিন্তু সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৯ মিনিটে ড্যানি আলভেজের আত্মঘাতী গোলে সমতা ফেরায় রাশিয়ান ক্লাবটি।দ্বিতীয়ার্ধের মাঝামাঝি রোমুলোর গোল ম্যাচে প্রথমবারের জন্য এগিয়ে দেয় স্পার্টাক মস্কোকে। পিছিয়ে পরার পর আক্রমনে মরিয়া হয়ে ঝাঁপায় বার্সেলোনা। শেষপর্যন্ত ৮ মিনিটের মধ্যে মেসির জোড়া গোলে রুদ্ধশ্বাস জয় পায় বার্সা।
অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই আটকে গেল গতবারের চ্যাম্পিয়ন চেলসি। ইতালির চ্যাম্পিয়ন ক্লাব জুভেন্টাসের সঙ্গে ২-২ গোলে অমীমাংসিতভাবে ম্যাচ শেষ করল তারা। দু গোলে এগিয়ে থেকেও জয় হাতছাড়া করল রবার্তো দি মাটেও-র দল। প্রথমার্ধে ব্রাজিলীয় মিডফিল্ডার অস্কারের জোড়া গোলে এগিয়ে যায় চেলসি। দু মিনিটের ব্যবধানে দুটো গোল করেন চেলসির এই নতুন রিক্রুট। যদিও বিরতির আগেই ব্যবধান কমায় জুভেন্টাস।চেলসি ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে আটত্রিশ মিনিটে গোল করে যান ভিদাল। যখন মনে হচ্ছিল তিন বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা জুভেন্টাস প্রথম ম্যাচেই হারের স্বাদ পেতে চলেছে,তখনই ম্যাচে নাটকীয় মোড় আছে। খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে ফাবিও কোয়াগলিরেলার গোল জুভেন্টাসকে এক পয়েন্ট এনে দেয়।

.