এ বছর আর মাঠে নামতে পারছেন না মেসি
২০১৩ মরসুমটা শেষ হয়ে গেল ফুটবলার লিওনেল মেসির। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে চলতি বছর আর মাঠে নামতে পারবেন না আর্জেন্টিনা তথা বার্সিলোনার এই মহাতারকা ফুটবলার।
২০১৩ মরসুমটা শেষ হয়ে গেল ফুটবলার লিওনেল মেসির। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে চলতি বছর আর মাঠে নামতে পারবেন না আর্জেন্টিনা তথা বার্সিলোনার এই মহাতারকা ফুটবলার।
চারবারের বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়া ফুটবল রাজপুত্রের মরসুম শেষের ঘোষণাটা করেন বার্সা কোচ জেরার্দো মার্টিনো। মার্টিনো বলেন, "হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য মেসি আর এই বছর খেলতে পারবে না, ব্যাপরটা খুব দুঃখের, আমাদের কাজে চ্যালেঞ্জ, কিন্তু আমি ব্যাপারটা পজিটিভ হিসাবে দেখছি।
আমার বিশ্বাস মরসুমের বাকি ম্যাচগুলো জিততে আমাদের অসুবিধা হবে না।" আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাজেক্স আমস্টারডামের মুখোমুখি বার্সেলোনা, মেসির অভাবটা পুরো বেশি করে মনে পড়বে বার্সা সমর্থকদের। কারণ গত বছর সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে এই অ্যাজেক্স আমস্টারডামের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন মেসি।
গত ১১ নভেম্বর রিয়াল বেটিসের সঙ্গে লা লিগা ম্যাচে মরসুম শুরুর পরে তৃতীয়বার চোট পেয়ে মাঠ ছাড়েন হল মেসিকে। চোট থাই মাসলে। সোমবার এক্স রে হওয়ার পরে বার্সেলোনা সরকারি ভাবে জানায় যে, হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার জন্য দু’মাস মাঠে নামতে পারবেন না এলএম টেন।