কোপায় মেসি ম্যাজিক, পানামাকে ৫ গোলে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
চোট ছিল তাঁর। সংশয় ছিল আদৌ মাঠে নামবেন কিনা। অবশেষে তিনি ফিরলেন। মাঠেও নামলেন। তবে পরিবর্ত হিসেবে। আর নেমেই নিজের জাত চেনালেন লিওনেল মেসি। কোপায় দেখালেন মেসি ম্যাজিক।
ওয়েব ডেস্ক : চোট ছিল তাঁর। সংশয় ছিল আদৌ মাঠে নামবেন কিনা। অবশেষে তিনি ফিরলেন। মাঠেও নামলেন। তবে পরিবর্ত হিসেবে। আর নেমেই নিজের জাত চেনালেন লিওনেল মেসি। কোপায় দেখালেন মেসি ম্যাজিক।
কোপা আমেরিকা কাপে পানামার বিরুদ্ধে খেলতে নেমেছিল জেরার্ডো মার্টিনোর দল। এই ম্যাচে জিতলে তবেই নকআউট পর্বে খেলার সুযোগ হবে। এই পরিস্থিতিতে, প্রথমটায় একটু ঢিমে গতিতে শুরু করে টিম আর্জেন্টিনা। প্রথমার্ধে দি মারিয়ার ফ্রিকিক থেকে হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ওটামেন্ডি। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। আর এরপরই বদলে যায় ম্যাচের পরিস্থিতি। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নেমে আর্জেন্টিনার জন্য ব্যবধান বাড়ান লিও মেসি। ফ্রিকিক থেকে করা মেসির দ্বিতীয় গোলটি এককথায় ছিল অনবদ্য। জাতীয় দলের হয়ে ৫৩টি গোল করা হয়ে গেল মেসির। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন মেসি। আর্জেন্টিনার শেষ গোলটি করেন সার্গেই অ্যাগুয়েরো।