মরসুমের শেষ ম্যাচে হার সবুজ-মেরুনের

মরসুমের শেষ ম্যাচে হেরে গেল মোহনবাগান। শিলিগুড়িতে ঘরোয়া লিগের চ্যাম্পিয়নশিপ ম্যাচে প্রয়াগ ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে যায় সুব্রত ভট্টাচার্যের দল।

Updated By: May 14, 2012, 11:43 PM IST

মরসুমের শেষ ম্যাচে হেরে গেল মোহনবাগান। শিলিগুড়িতে ঘরোয়া লিগের চ্যাম্পিয়নশিপ ম্যাচে প্রয়াগ ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে যায় সুব্রত ভট্টাচার্যের দল।
কার্যত কোন অনুশীলন না করেই সঞ্জয় সেনের দলের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ওডাফারা। চার-চার-দুই ছকে দল সাজিয়েছিলেন সুব্রত। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই সবুজ-মেরুন ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে প্রয়াগকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোসিমার।
খেলার দাপট বেশি ছিল প্রয়াগ ইউনাইটেডেরই। মোহনবাগান ফুটবলারদের খেলায় ক্লান্তি আর মোটিভেশনের অভাব ছিল স্পষ্ট। এদিন ওডাফাকেও চেনা ফর্মে পাওয়া যায়নি। খেলার ইনজুরি টাইমে প্রয়াগ ইউনাইটেডের জয় নিশ্চিত করে দেয় কেইন ভিনসেন্টের গোল। এই নিয়ে প্রয়াগ ইউনাইটেডের কাছে চলতি মরসুমে তিনবার হারল সুব্রত ভট্টাচার্যের দল। গতবারের মত এবারও ট্রফিহীন থাকল মোহনবাগান।

.