মারাদোনার চাই ফিফার পদ

নিজে থেকেই ফিফার পরবর্তী সহ-সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন দিয়েগো মারাদোনা। গত সপ্তাহেই ফিফার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন শেপ ব্লাটার। ফিফা সভাপতি হয়েছেন মিশেল প্লাতিনি। চলতি বছরের শেষে ফের ফিফার নির্বাচন হবে। শেষ নির্বাচনে ব্লাটারের কাছে হারা প্রিন্স আলি বিন এবার সভাপতি হলে সহ-সভাপতি হতে চান মারাদোনা। ফিফার অন্দরমহলে শুদ্ধিকরণ প্রক্রিকায় প্রিন্স আলিকে সাহায্য করার ইচ্ছাপ্রকাশ করেছেন ফুটবলের রাজপুত্র। আর্জেন্টিনার এই প্রাক্তন কোচ দীর্ঘ দিন ধরেই ব্লাটারের কড়া সমালোচনা করে এসেছেন। মারাদোনো বলেছেন সদ্য পদত্যাগ করা ব্লাটার এফবিআই ও সুইস পুলিশকে ভয় পাচ্ছেন।

Updated By: Jun 9, 2015, 10:47 PM IST
মারাদোনার চাই ফিফার পদ

ওয়েব ডেস্ক: নিজে থেকেই ফিফার পরবর্তী সহ-সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন দিয়েগো মারাদোনা। গত সপ্তাহেই ফিফার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন শেপ ব্লাটার। ফিফা সভাপতি হয়েছেন মিশেল প্লাতিনি। চলতি বছরের শেষে ফের ফিফার নির্বাচন হবে। শেষ নির্বাচনে ব্লাটারের কাছে হারা প্রিন্স আলি বিন এবার সভাপতি হলে সহ-সভাপতি হতে চান মারাদোনা। ফিফার অন্দরমহলে শুদ্ধিকরণ প্রক্রিকায় প্রিন্স আলিকে সাহায্য করার ইচ্ছাপ্রকাশ করেছেন ফুটবলের রাজপুত্র। আর্জেন্টিনার এই প্রাক্তন কোচ দীর্ঘ দিন ধরেই ব্লাটারের কড়া সমালোচনা করে এসেছেন। মারাদোনো বলেছেন সদ্য পদত্যাগ করা ব্লাটার এফবিআই ও সুইস পুলিশকে ভয় পাচ্ছেন।

.