হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়ি ফিরলেন না মারাদোনা!

এরপর মস্তিষ্কের অস্ত্রোপচার হয় দিয়েগোর। অস্ত্রোপচারের পর অবশ্য ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন মারাদোনা।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 12, 2020, 02:41 PM IST
হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়ি ফিরলেন না মারাদোনা!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: মাথায় অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়ি যাওয়া হচ্ছে না ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার। মাত্রাতিরিক্ত মদ্যপান ছাড়ানোর জন্য ফুটবলের রাজপুত্রকে আপাতত থাকতে হবে রিহ্যাব সেন্টারে।

হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় মদ্যপান করতে না পারার জন্য নানা উপসর্গ দেখা দিয়েছিল মারাদোনার। আর তা দূর করতে চিকিৎসকদের অন্য পথ নিতে হয়েছিল। মদ্যপান না ছাড়লে দিয়েগোকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সপ্তাহ দুয়েক আগে শরীরে জলের পরিমাণ কমে যাওয়ায় মারাদোনাকে বুয়েনস আয়ার্সের হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসায় ধরা পড়ে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এরপর মস্তিষ্কের অস্ত্রোপচার হয় দিয়েগোর। অস্ত্রোপচারের পর অবশ্য ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন মারাদোনা। কিন্তু বাড়ী না ফিরে এবার রিহ্যাব সেন্টারে যেতে হবে দিয়েগোকে। মারাদোনার পরিবারের লোকেরাও তাঁকে রিহ্যাবে রাখতে রাজি হয়েছেন। মারাদোনার নতুন ঠিকানা এখন রিহ্যাব সেন্টার।

আরও পড়ুন - আইপিএল শেষ, দুবাই থেকে  'নিউ নরম্যাল' অস্ট্রেলিয়া সফরে উড়ে গেল টিম ইন্ডিয়া

.