ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হবেন ইব্রা?
ইব্রাহিমোভিচকে ধরে রাখতে মরিয়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চলতি মরসুমে এক বছরের চুক্তিতে ম্যান ইউতে এসেছিলেন সুইডিশ তারকা। ইব্রাকে রেখে দিতে তাঁকে কোচের প্রস্তাবও দিতে তৈরি ম্যান ইউ। আরও পড়ুন- দলের ৯ জন ব্যাটসম্যানই শূন্য রানে আউট, এক জন খাতাই খোলেননি, দলের স্কোর ১৬৯
ব্যুরো: ইব্রাহিমোভিচকে ধরে রাখতে মরিয়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চলতি মরসুমে এক বছরের চুক্তিতে ম্যান ইউতে এসেছিলেন সুইডিশ তারকা। ইব্রাকে রেখে দিতে তাঁকে কোচের প্রস্তাবও দিতে তৈরি ম্যান ইউ। আরও পড়ুন- দলের ৯ জন ব্যাটসম্যানই শূন্য রানে আউট, এক জন খাতাই খোলেননি, দলের স্কোর ১৬৯
সুইডেনের তারকা স্ট্রাইকার ইব্রাহিমোভিচকে দলে রাখতে মরিয়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শোনা যাচ্ছে প্রয়োজনে ইব্রাকে কোচের অফারও দিতে প্রস্তুত তারা। চলতি মরসুমে এক বছরের চুক্তিতে ম্যান ইউতে এসেছিলেন সুইডিশ তারকা। ইপিএলে এগারো গোল করে ম্যান ইউয়ের সর্বোচ্চ গোলদাতা এখনও ইব্রাহিমোভিচই। তাই দলের সেরা তারকাকে ধরে রাখার জন্য আগেভাগে পরিকল্পনা শুরু করে দিল ইংল্যান্ডের বিখ্যাত ক্লাবটি। সেই কারণেই পরের মরসুমে জন্য ইব্রাকে ফুটবলার কাম কোচের অফার দিতে চলেছে ম্যান ইউ। শোনা যাচ্ছে এব্যাপারে হোসে মোরিনহো নিজে কথা বলবেন ইব্রাহিমোভিচের সঙ্গে।