প্রথম ভারতীয় মহিলা হিসেবে যুব অলিম্পিকে সোনা জিতলেন মানু
মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ২৩৬.৫ পয়েন্ট স্কোর করেন হরিয়ানার শুটার মানু ভাকের৷
নিজস্ব প্রতিবেদন : প্রথম ভারতীয় মহিলা হিসেবে যুব অলিম্পিকে সোনা জিতে নজির গড়লেন শুটার মানু ভাকের। আর্জেন্তিনার মাটিতে ইউথ অলিম্পিকে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ষোড়শী কন্যা।
#TeamIndia at the @youtholympics #BuenosAires2018
Gold No. 2 for India amidst intense action at the Finals of the Women's 10m Air Pistol event! Manu Bhaker scores a brilliant 236.5 to stay ahead of Iana Enina , winning the Gold medal! #Kudos @realmanubhaker #IAmTeamIndia pic.twitter.com/sWC8fYSoiG— Team India (@ioaindia) October 9, 2018
মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ২৩৬.৫ পয়েন্ট স্কোর করেন হরিয়ানার শুটার মানু ভাকের৷ ফাইনাল রাউন্ডে ২৩৫.৯ পয়েন্ট স্কোর করে রুপো জিতে নেন রাশিয়ান শুটার ইয়ানা এনিনা৷ এশিয়ান গেমসে পদক না পাওয়ার আক্ষেপ মিটল মানুর।
Manu Bhaker | Age 16 yrs
Commonwealth Games-2018 (Goldcoast) | GOLD
Junior World Cup-2018 (Sydney) | GOLD
World Cup-2018 (Guadalajara) | GOLD
Youth Olympic Games-2018 (Buenos Aires) | GOLD
+ 2 GOLD medals in World Cups (Sr & Jr) in Mixed Team Events #Champion pic.twitter.com/JTZJPJpida— India_AllSports (@India_AllSports) October 9, 2018
চলতি বছরে একের পর এক সাফল্য পেয়ে চলেছেন হরিয়ানার এই শুটার৷ এর আগে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জেতেন ভাকের৷ ২০১৮ শুটিং বিশ্বকাপেও পদক জেতেন ভাকেরের৷ শুটিং বিশ্বকাপে ব্যাক্তিগত ও দলগত বিভাগে দুটি সোনা জেতেন ১৬ বছর বয়সী ভারতীয় শুটার৷ এশিয়ান গেমস বাদ দিয়ে অংশগ্রহণ করা সব প্রতিযোগিতা থেকেই পদক জিতেছেন মনু। এবার যুব অলিম্পিকে প্রথম মহিলা হিসেবে সোনা জিতে নেন। যদিও যুব অলিম্পিক থেকে ভারতকে প্রথম সোনা এনে দেন ভারোত্তলক জেরেমি লালরিনুঙ্গা।