ঘানাকে হারিয়ে প্রথম দল হিসেবে এবারের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে মালি
নিজস্ব প্রতিবেদন : অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে গেল মালি! গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ঘানাকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতার শেষ চারে উঠল মালি। শুধু এই ম্যাচেই নয়, এবারের বিশ্বকাপ জেতার জন্যও অন্যতম ফেভারিট ছিল ঘানা। কিন্তু, আফ্রিকা মহাদেশেরই অন্য দল মালি, টেক্কা দিল তাদের। এবারের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের প্রথম থেকেই চমক দেখাচ্ছিল মালি। কিন্তু, তারা যে, সেমিফাইনালেও উঠে যাবে ঘানাকে হারিয়ে দিয়ে, অনেক ফুটবল বিশেষজ্ঞও ভাবেননি।
আরও পড়ুন বিগ ব্যাশের ইতিহাসে সবথেকে বড় অঙ্কের চুক্তি করলেন ক্রিস লিন
শনিবার ম্যাচের ১৫ মিনিটের মাথাতেই গোল করে এগিয়ে যায় মালি। তাদের হয়ে প্রথম গোলটি করেন দ্রামে। প্রথমার্ধে মালি-ই এগিয়েছিল এক গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৬১ মিনিটের মাথায় মালির হয়ে দ্বিতীয় গোলটি করেন ট্রাওরে। এরপর ম্যাচের ৭০ মিনিটে ঘানার হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি শোধ করেন মহম্মদ কুদুস।
আরও পড়ুন টেস্টে ৬১৮ উইকেট পেলে কুম্বলেকে সম্মান জানাতে থেমে যাবেন অশ্বিন