নতুনভাবে সাজছে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু
নতুনভাবে সেজে উঠেছে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু। ক্লাবের পুরানো মূল দরজা ভেঙে তৈরি বিশাল তোরণ। ক্লাবের ভেতরে ঢুকলেই ডান দিকে যে লন রয়েছে, তা এতদিন অনাদরেই পরে ছিল। বিকেলে গুটিকয়েক ক্লাবকর্তা বা সদস্য সেখানে গল্প জমাতেন। এবার বদলে ফেলা হল সেই লনের খোলনলচে।
নতুনভাবে সেজে উঠেছে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু। ক্লাবের পুরানো মূল দরজা ভেঙে তৈরি বিশাল তোরণ। ক্লাবের ভেতরে ঢুকলেই ডান দিকে যে লন রয়েছে, তা এতদিন অনাদরেই পরে ছিল। বিকেলে গুটিকয়েক ক্লাবকর্তা বা সদস্য সেখানে গল্প জমাতেন। এবার বদলে ফেলা হল সেই লনের খোলনলচে।
ইস্টবেঙ্গল লন একেবারে পার্কের চেহারা নিয়েছে। লনের একদিকে মঞ্চ তৈরি হয়েছে। ক্লাবকর্তাদের ভাবনা রয়েছে ক্লাব স্পনসর ও বিজ্ঞাপনের প্রচারের জন্য সেই মঞ্চ ব্যবহার করার। সেখানে থাকবে সদস্যদের জন্য বসার জায়গাও। বদলে গিয়েছে ইস্টবেঙ্গলের গ্যালারিও। সব মিলিয়ে নতুন মরসুমে লাল হলুদ সমর্থকরা তাঁদের প্রিয় ক্লাবে প্রবেশ করলে একটু চমকে যাবেন বইকি! আর ইস্টবেঙ্গলের এই ঝাঁচকচকে ক্লাবতাঁবু উদ্বোধন হবে পয়লা অগাস্ট ইস্টবেঙ্গল দিবসের দিন।