ফেডারেশন কাপে লাজংকে ৩-২ গোলে হারিয়ে কার্যত সেমিফাইনালে পৌছে গেল মোহনবাগান

ওয়েব ডেস্ক : ফেডারেশন কাপে টানা দুটি ম্যাচে জয়। বুধবার লাজংকে তিন-দুই গোলে হারিয়ে কার্যত সেমিফাইনালে পৌছে গেল মোহনবাগান। দু ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে গতবারের চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন- ড্র দিয়ে ফেডারেশন কাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল

শিলং লাজংকে তিন-দুই গোলে হারিয়ে কার্যত ফেড কাপের সেমিফাইনালে পৌছে গেল মোহনবাগান। কটকে ভারতের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে জিতল সবুজমেরুন। ম্যাচের তিন মিনিটেই প্রীতম কোটালের আত্মঘাতী গোলে পিছিয়ে গিয়ে ধাক্কা খায় সঞ্জয় সেনের  দল। কিন্তু দুমিনিটের মধ্যেই ঘুরে দাঁড়ায় বাগান। প্রথমে সমতা ফেরান ডাফি। এরপর সোনি নর্ডির গোলে এগিয়ে যায় সবুজমেরুন। বিরতির আগেই দলের তৃতীয় গোলটা কাতসুমির। ম্যাচের আশি মিনিটে লাজংয়ের দ্বিতীয় গোলটা কিনোওয়াকির। শেষ দশ মিনিট লাজংয়ের চাপ ধরে রাখতে সফল হয় বাগান। দু ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে গতবারের চ্যাম্পিয়নরা।

English Title: 
Mahunbagan wins against Lajong FC in Federation Cup
News Source: 
Home Title: 

ফেডারেশন কাপে লাজংকে ৩-২ গোলে হারিয়ে কার্যত সেমিফাইনালে পৌছে গেল মোহনবাগান

ফেডারেশন কাপে লাজংকে ৩-২ গোলে হারিয়ে কার্যত সেমিফাইনালে পৌছে গেল মোহনবাগান
Caption: 
ছবিটি প্রতীকী
Yes
Is Blog?: 
No
Section: