ফ্লাডলাইটে ম্যাচের সম্ভাবনা নেই যুবভারতীতে

এই মরসুমে সম্ভবত যুবভারতী ক্রীড়াঙ্গনে ফ্লাডলাইটে ম্যাচ হচ্ছে না। আই লিগের প্রথম পর্বের ডার্বি ম্যাচে বিদ্যুত্‍ বিভ্রাটের পর থেকে রাতে আর কোন ম্যাচ হয়নি। তারপরই রাজ্য সরকার যুবভারতীর নৈশালোক ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু জটিলতার কারণে সেই কাজ শুরু করতে বেশ কিছুটা সময় লাগে। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র জানান, জটিলতা কাটিয়ে যুবভারতীর নৈশালোক ব্যবস্থার সংস্কারের কাজ শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সেই কাজ শেষ হবে।

Updated By: Mar 29, 2012, 07:31 PM IST

এই মরসুমে সম্ভবত যুবভারতী ক্রীড়াঙ্গনে ফ্লাডলাইটে ম্যাচ হচ্ছে না। আই লিগের প্রথম পর্বের ডার্বি ম্যাচে বিদ্যুত্‍ বিভ্রাটের পর থেকে রাতে আর কোন ম্যাচ হয়নি। তারপরই রাজ্য সরকার যুবভারতীর নৈশালোক ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু জটিলতার কারণে সেই কাজ শুরু করতে বেশ কিছুটা সময় লাগে। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র জানান, জটিলতা কাটিয়ে যুবভারতীর নৈশালোক ব্যবস্থার সংস্কারের কাজ শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সেই কাজ শেষ হবে।
তবে ক্রীড়ামন্ত্রী স্বীকার করে নিচ্ছেন এই মরসুমে যুবভারতীতে নৈশালোকে ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই।

.