Lovlina Borgohain: দীর্ঘদিন পর মায়ের হাতের রান্না! বাড়িতে পঞ্চব্যঞ্জনে মজে লভলিনা

মেরি কমের পর দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে বক্সিংয়ে পদক এনে দিয়েছেন লভলিনা।

Updated By: Aug 20, 2021, 06:28 PM IST
Lovlina Borgohain: দীর্ঘদিন পর মায়ের হাতের রান্না! বাড়িতে পঞ্চব্যঞ্জনে মজে লভলিনা

নিজস্ব প্রতিবেদন: ডাল-ভাত, শাক-সবজি, ভাজাভুজি, মাংস, স্যালাড ও মিষ্টি। একেবারে রাজভোজ সাজানো তাঁর সামনে। যা দেখেই মুখে তৃপ্তির হাসি লভলিনা বড়গোহাঁইয়ের (Lovlina Borgohain)। দীর্ঘদিন বাড়ির খাবার থেকে বঞ্চিত অসমের গোলাঘাট জেলার বারোমুখিয়া গ্রামের মেয়ে। বাড়ির খাবার পেয়েই মোহিত তিনি।

দু'দিন আগেই টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) বক্সিংয়ের ওয়েল্টারওয়েট বিভাগ থেকে ব্রোঞ্জ নিয়ে বাড়ি ফিরেছেন তিনি। বাড়িতে পঞ্চব্যঞ্জন সাজিয়ে লভলিনাকে খেতে দেওয়া হয়েছে। সেই ভিডিয়ো লভলিনা শেয়ার করলেন ফেসবুকে।

আরও পড়ুন: 'আমাদের চ্যাম্পিয়নদের জন্য গর্বিত',নীরজ-সিন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করলেন PM Modi

মেরি কমের পর দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে বক্সিংয়ে পদক এনে দিয়েছেন লভলিনা। বক্সিংয়ে ভারতে প্রথম পদকটি এসেছিল বিজেন্দ্র সিং হাত ধরে। ন'বছর পর ভারতের অলিম্পিক্স পদক এল বক্সিং থেকে। মেরি এবং বিজেন্দ্রর ঝুলিতেও এসেছিল ব্রোঞ্জ। লভলিনাও সেই ব্রোঞ্জই পেলেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.