দৌড় থামল রোমার, ফাইনালে রোনাল্ডোর রিয়ালের মুখোমুখি সালার লিভারপুল

দ্বিতীয় পর্বে হেরেও ইউরোপের সেরা টুর্নামেন্টের ফাইনালে চলে গেল লিভারপুল।

Updated By: May 3, 2018, 08:54 PM IST
দৌড় থামল রোমার, ফাইনালে রোনাল্ডোর রিয়ালের মুখোমুখি সালার লিভারপুল
ছবি- টুইটার

নিজস্ব প্রতিবেদন: চ্যাম্পিয়ন্স লিগে থেমে গেল এ এস রোমার স্বপ্নের দৌড়। লিভারপুলকে ৪-২ গোলে হারিয়েও ছিটকে যেতে হত ইতালীয় দলটিকে। অন্যদিকে দ্বিতীয় পর্বে হেরেও ইউরোপের সেরা টুর্নামেন্টের ফাইনালে  চলে গেল লিভারপুল। ২০০৭ সালের পর প্রথমবার ফাইনাল খেলবে ইউরোপের দলটি। প্রথম পর্বে অ্যালফিল্ডে ৫-২ গোলে জিতে রোমার ঘরের মাঠে খেলতে নেমেছিলেন সালা-রা।

খেলরা শুরুতেই সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। টানটান উত্তেজনার ম্যাচে কিছুক্ষণের মধ্যেই মিলনারের আত্মঘাতী গোলে সমতা ফিরিয়ে আনে রোমা। ২৫ মিনিটে জর্জিনহোর গোলে ফাইনালের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলে লিভারপুল। তবে ম্যাচে টুইস্ট তখনও অনেক বাকি ছিল।

আরও পড়ুন- আইপিএল ছাড়ার জন্য মালিঙ্গাকে হুমকি

দ্বিতীয়ার্ধের শুরুতেই রোমাকে সমতায় ফেরান জেকো। ম্যাচ নাটকীয় মোড় দেয় শেষ ৮ মিনিটে। নায়েনগোলানের জোড়া গোল ম্যাচ জমিয়ে দেয়। দুই পর্ব মিলিয়ে ম্যাচের ফলাফল তখন লিভারপুলের পক্ষে ৭-৬। রোমা আর একটা গোল করলেই ম্যাচ গড়াত অতিরিক্ত সময়ে। তবে সেই গোল আর করতে পারেনি ইতালীয় দলটি। ২৬ মে চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনালে কিয়েভে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুল। রোনাল্ডো বনাম সালা দ্বৈরথের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

আরও পড়ুন- দ্রোণাচার্য পুরস্কারের জন্য দ্রাবিড়ের নাম সুপারিশ করেনি বিসিসিআই

.