দ্রোণাচার্য পুরস্কারের জন্য দ্রাবিড়ের নাম সুপারিশ করেনি বিসিসিআই

ভারতের বিশ্বকাপজয়ী দলের কোচ নাম দ্রোণাচার্য পুরস্কারের জন্য প্রস্তাব করার কথা অস্বীকার করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

Updated By: May 3, 2018, 08:44 PM IST
দ্রোণাচার্য পুরস্কারের জন্য দ্রাবিড়ের নাম সুপারিশ করেনি বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন: রাহুল দ্রাবিড়ের নাম দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনিত হওয়া নিয়ে বিতর্ক। ভারতের বিশ্বকাপজয়ী দলের কোচ নাম দ্রোণাচার্য পুরস্কারের জন্য প্রস্তাব করার কথা অস্বীকার করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

আরও পড়ুন- জিতুক না জিতুক, ১৫০ কোটি পাবে কলকাতা

যদিও কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটির প্রধান জানিয়েছিলেন যে দ্রোণাচার্য পুরস্কারের জন্য কর্ণাটকের ব্যাটসম্যানের নাম প্রস্তাব করা হয়েছে। শুধু দ্রাবিড়ই নয় সুনীল গাভাসকরের নাম প্রস্তাব নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন- গম্ভীরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার ছিল?

কিংবদন্তি ওপেনারের নাম ধ্যানচাঁদ লাইফটাইম পুরস্কারের জন্য সুপারিশ করেছে বিসিসিআই। কিন্তু নিয়ম বলছে যদি কেউ আগে অর্জুন পুরস্কার বা দ্রোণাচার্য পুরস্কার পেয়ে থাকেন, তাহলে তিনি ধ্যানচাঁদ পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।

.